পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবাঞ্জি লইয়া মন্ত্ৰ, পুঞ্জ ও শালন্থের ঘূর্ণাঙ্গাক্রমণে প্রেরিত হইলেন। স্বশ লম্বল অশ্বারোহী সেনা লইয়া প্রতাপরাঙ, ঞ্জাহার সাহায্যার্থ চলিলেন। নে সকল গ্রাম ও নগরের চোখ ধার্ঘ্য হটয়াছিল। প্রস্তাপের উপর ভালর আদায়ের ভারও প্রদত্ত হইল। এই সময় হইতে দাক্ষিণাত্যের মোগল প্ৰজাগণও নিয়মিতরূপে চোখ দিতে আরম্ভ,লুয়েন। 蠟 জুলপথে শিবাজি ক্ষুদ্র ও বৃহৎ ১৬৯ খানি রণতরী যুদ্ধ লাম* গ্ৰীক্তে পূর্ণ করিয়া বোম্বাই, সুরাট ও ভল্পোচ আক্রমণে যাত্রা করেন । তুর্ভাগ্যক্রমে ঐ সকল রণপোত গন্তব্য স্থানে ৰু গিয়া কোন অভাবনীয় কারণে প্রত্যাবৰ্ত্তন করে, পথি মধ্যে পর্তুগীজদিগের সহিত একটা ঘোরতর যুদ্ধ হয়। ঐ যুদ্ধে শিবাজিসৈন্ত পর্তুগীজদিগের স্ববৃহৎ রণপোত অধিকার কল্পিয় ধভোলে .প্ৰত্যাগমন করে। যুদ্ধে মরাঠা নৌ-সেনাদলের অধ্যক্ষ ময়নায়ক ভাওরী যে বীরত্ব ও রণপাণ্ডিত্যের পরিচয় দিয়াছিলেন, তাহাতে নৌবলে বলীয়া পর্তুগীজ জাতিও বিস্ময়াপন্ন হুইয়াছিলেন । পুৰ্ব্ব ব্যবস্থা মত, মোরোপস্ত অন্ধ, পুত্ত প্রভূত দুর্গ জয় করিয়া বাগলানের অন্তর্গত সগছের দুর্গবিজয়ে অগ্রসর হইলেন ( ১৬৭১ খৃঃ) । প্রতাপরাও বোরঘাট-সঙ্কট অতিক্রম করিয়া পেশবার দলে যোগদানার্থ গমন করিলেন। পথি মধ্যে র্তাহার গতিরোধার্থ, মোগল-সেনাপতি ইসলাম খাঁ আসিয়া বাধা প্রদান করেন, তাহাতে মরাঠা সেনার সহিত মোগল-সেনার একটি ংঘর্ষ উপস্থিত হয় । রণভূক্ষ্মদ প্রতাপ তাহাতে ভ্ৰক্ষেপ না করিয়া ভীম বেগে সলহের দুর্গে প্রবেশ করিলেন। মোরোপত্ত ও প্রতাপের যুগপৎ আক্রমণে মোগলসৈন্ত ছত্ৰ ভঙ্গ হইয়া পড়ল। যুদ্ধে ১° হাজার মোগল-সৈন্ত ও ২২ জন সেনাপতি নিহত হইলেন। ইখলাস খা, মাথম সিংহ প্রভৃতি কএকজন সেনাপতি ৰঙ্গিভাবে মরাঠা-শিবিরে নীও হন। ছয় হাজার । উঠু ও অখ, ১•• হস্তী এবং নানা প্রকায় যুদ্ধোপকরণ মহারাষ্ট্রসেনাপতির হস্তগত হয় । মহারাষ্ট্র পক্ষে এই ইতিহাসপ্রসিদ্ধ সমরে फानन्झझोर्स খাণ্ডাজি জগতপে, বিশাঞ্জি বল্লাল, মুকুন্দ বল্লাল মোরে, রঙ্গনাথ রূপজি ভোঁসলে, স্বরেরাও কঁকড়ে প্রভৃতি বীরগণ সিংহুবিক্রমে মুসলমান-সেনা বিমদিত করিয়াছিলেন। এই যুদ্ধে জাৰলী রায়রী প্রভৃতি দুৰ্গবিজেতা মুরেরাও কঁাকড়ে নিহত হন। • সলছের ফুর্গে মোগল-বেনার পরাভববার্তা অবগত হইয়৷ সমীপগত দিলেয়খ শত্রু কর্তৃক আক্রান্ত হইবার ভরে ক্ষণ ৰিলা না করি। জয়দাবাদ অভিমুখে পলায়ন করিলেন। জয়মৰে মত্ত প্রতাপরাও পশ্চাদ্ধাবন করিবার অভিপ্রায়ে দ্রুতপদে অগ্র ΧΧ δ 2 & [ s૯૧ ] সর হইয়া খাদেশ আক্রমণ করির বুর্থনপুর পর্য্যন্ত অগ্রসর হইলেন । ফিরিয়া আসিবার সময় তিনি অনেক মৃত্তম স্থানে চৌথ সংস্থাপন করিয়া আসেন এবং নানা স্থান হইতে পুরাতম চোখ আদায় করিয়া আনেন । এইরূপে উত্তরোত্তর মরাঠাবলম্বুদ্ধি, মোগলবাহিনী ক্ষয় ও যশোবন্ত সিংহ, দিলেরখ, মহব্বতখা প্রভৃতি সেনাপতিগণের পুনঃ পুনঃ পরাজয়দর্শনে গ্রাজ্যের ভাবি অমঙ্গল আশঙ্কা করিয়৷ ,সম্রাট অরঙ্গজেব গুজরাতের মুবাদার বাহাদুর থাকে খোজস্থান) দক্ষিণাপথের মুদাদার পদে নিযুক্ত করিলেন। ফলে কিছুই হইল না। বাগদুর থ। শিবাজির অতুল প্রতাপ সন্দর্শন করিয়া একপদ অগ্রসর হইতে সাহসী হুইলেন না । তিনি নিশ্চেষ্ট ভাবে অরঙ্গাবাদে অবস্থান করিতে লাগিলেন দেখিয়া শিবাঞ্জি একদল সেনা উত্তর দিকে প্রেরণ করিলেন এবং স্বয়ং গোলকগু। প্রদেশ আক্রমণ করিয়া চৌথ স্থাপন করেন। ১৬৭১ খৃষ্টাৰে শালহের দুর্গ মহারাষ্ট্র কবলিত হইলেও মোগলসেনাপতিগণ পরবৎসর ১৬৭২ খৃঃ স্ব স্ব, বাহিনী লইয়া পুনরায় উক্ত কুর্গ অবরোধ করেন। মহারাষ্ট্রনায়কগণ বিশেষ ধীরত্ব ও সাহসের সহিত আত্মরক্ষার সমর্থ হইয়াছিলেন । অবশেষে মোরোপন্ত পেশোবে ও প্রতাপরাও'একৰোগে প্রচণ্ড আক্রমণে র্তাহাম্বের দুর্ভেদ্য বৃহভেদ করিয়া বিজয়লক্ষ্মী লাভ করেন। ১৬৭৩ খৃষ্টাব্দে পন্হাল দুর্গ পুনরায় শিবাজির অধিকার ভূক্ত হয় এবং তাহারই অন্ততম সেনাপতি অন্নাজিদত্ত্বো হুবলী লুণ্ঠন করিয়া প্রভূত অর্থ ও বহুমূল্য দ্রব্যাদি সংগ্ৰহ করিয়৷ स्रग्निमं । এই সময়েই শিবাজি কারবাড় প্রদেশাভিমুখে একটা নেী বাহিনী প্রেরণ করেন এবং তfহারই ফলে উক্ত প্রদেশের সমুদ্রোপকূলবর্তী জেলাসমূহ মহারাষ্ট্রকরতলগত হয়" এমন কি, বেদনোরের নরপতিও গোলকোণ্ডাধিপের ছায় শিবাজির বহুত স্বীকার করিয়া করপ্রদানে বাধ্য হন । শিবাজির এই অসুপস্থিতি কালে মুরাট ও জিঞ্জিরার নৌসেনাপতি সমুদ্রতীরবত্তা দওরোজপুরী অকস্মাং আক্রমণ করেন । সে দিন রাত্রিকালে দুর্গাভ্যস্তরস্থ মরাঠাসেনাদল শিবপূজার মত্ত, সকলেই প্রায় ভাঙ্গপানে অচেতন,স্বতরাং সকলেই সতর্কতাশূন্ত । মুসলমানসেন সেই স্বযোগে দ্বগে রঙ্গ লাগষ্টক্স উপরে আরোহণ পূৰ্ব্বক দুর্গাক্রমণ করেন। দুর্গাধ্যক্ষ রঘুনাথ পক্ষ খুঁজে প্রাণদান করিয়া স্বীয় অনবধানতার প্রায়শ্চিত্ত করিলেন। এই সময় বিজাপুর মুলতানের মৃত্যু হওয়ায় বিজাপুর রাজ্যে জগুবিপ্লব উপস্থিত হয়। তখন দীক্ষিণাত্যে মরাঠা ও মোগল শক্তি প্রবল। আবদুল করিম খাঁ প্রমুখ নাক্তিগণ শিৰাজ