পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শোলাপুর "অতঃপর ১৪৮৯ খৃষ্টাব্দে বিজাপুরের মুসলমান गिननच्छ| মুমুক আদিল শাহ স্বাধীনতা অবলম্বন করেন। বিজাপুরের উত্তর হইতে ভীমা নদীতীর পর্যন্ত সমগ্র ভূড়াগষ্ঠাহীর বীরত্ব- . প্রতিভায় মুগ্ধ হইয় তাহার শরণাপন্ন হয়। এই সময় হইতে প্রায় দুই শতাব্দীকাল শোলাপুর কখন বিজাপুর, কখন বা আক্ষ্মীনগররাজের অধীনতা শৃঙ্খল বহন করিয়াছিল, অর্থাৎ উক্ত দুইটা রাজ্যের মধ্যে যিনি যখন প্রবল হইয়াছিলেন তখনই তিনি শোলাগুর জয় কয়ি আপনার প্রভুত্ব বিস্তার করেন। এইরূপ্লে উত্তর রাজাই কিছু দিন টুক্ত প্রদেশ উপভোগ করেন। পরে ১৬৬৮ খৃষ্টাব্দে বিজাপুররাজ আলী আলি শাহের সহিত মোগলসম্রাট, অরঙ্গজেব বাশার্থের আগ্ৰায় যে সন্ধি হয়, তাহাতে বিজাপুররাজ দিল্লীশ্বরকে সন্ধির বিনিময়ে শোলাপুরদুর্গ ও তাধীন ৬৩.২ টাকা আয়ের সম্পত্তি ছাড়িয়া দেন। ১৭•• হইতে ১৭৫• খৃষ্টাৰ মধ্যে মোগলশক্তির অধঃপতনে মহারাষ্ট্রশক্তির অভু্যখানের পথ প্রসারিত হয়। [ বিজাপুর ও আদিলশাহ বংশ দেখ। ] ১৮১৮ খৃষ্টাব্দে পেশবাগণের অধ্যপতন পর্য্যস্ত শোলাপুর মহারাষ্ট্র অধিকারে থাকে। তৎপরে উহা ইংরাজ গবমেন্টের বোম্বাই প্রেসিডেন্সীর শাসনসীমাভুক্ত হয়। প্রথমে ইহা পুণার শাসনাধীন ছিল। ১৮৩৮ খৃষ্টাস্বে ইহাকে স্বতন্ত্র কলেক্তারী ভুক্ত করা হইয়াছে। তদনন্তর এই স্থানের পথ ঘাট অনেক পরিষ্কৃত হইয়াছে। গ্রেট ইণ্ডিয়া পেনিনস্থল রেলপথ বিস্তারের সঙ্গে সঙ্গে এই জেলার বাণিজ্যেরও সমধিক উন্নতি ঘটিয়াছে। ১৮৭৭ খৃষ্টাম্বে এখানে ভয়ানক মহামারী ও দুর্ভিক্ষ উপস্থিত হয়। স্থাৰাতে সাহায্য কার্যের ব্যয়ে বেঙ্গর অনেক বৃদ্ধি হইয়াছে। এখানে সৰ্ব্ব সমেত ৬টী নগর ও ৭৪৬ গ্রাম আছে। শোলাপুর নগর ও সেনানিবাস, পশ্চরপুর, বার্শি, কর্কাৰ, কৰ্ম্মান্ম ও সঙ্গোল নগরই এখানকার প্রধান । ২ উক্ত জেলার একটা উপবিভাগ। ভূপরিমাণ ৮৪৭ বর্গ महेग । अश्रु' ०१* २२^रुहेरङ २१* ८०° छै: ५२९ झांधि’ १** ৪• হইতে ৭৬° ১৩' পূঃ মধ্য। ৩ উক্ত জেলার প্রধান নগর। শীল নদীতীরস্থ সমতল ক্ষেত্রে অবস্থিত। অক্ষা, ১৭ ৪•* ১৮“উঃ এবং দ্রাঘি’ ৭৫° ৫৬(৩৮ পূঃ। অথচ দৃঢ় দুর্গ আছে। ১৩৪৫ খৃষ্টাব্দে বাঙ্গণী-রাজবংশের প্রতিষ্ঠাতা হসন গন্ধু ঐ দুর্গ নিৰ্ম্মাণ করিয়া ছিলেন বলিয়া সাধারণের ধারণা। ১৪৮৯ খৃঃ অব্দে বাহ্মণী রাজবংশের অধঃপতন ঘটিলে জেইন্‌ ঘ শোলাপুর অধিকার করেন। তাছার পুত্রের নাবালক অবস্থায় ১৭১১ খৃষ্টাৰে কমলখা শোলাপুর ও তৎপার্থ [ نامه J

  • নগরের দক্ষিণপশ্চিমকোণে পরিখাপরিবেষ্টিত একটী ক্ষুদ্র, 1,

শোষ ૨૦ খৃষ্টাম্বে ইসমাইল আদিল শাহ আহ্মদনগররাজকরে খ্ৰীয় ভগিনীকে অর্পণ করেন। শোলাপুর প্রদেশ ঐ বিবাহের যৌতুক স্বরূপ প্রদত্ত হয় ; কিন্তু বিজাপুররাজ নানা অছিলায় ঐ সম্পত্তি আহ্মদনগরপতিকে সমর্পণ করায় উভয়ের মধ্যে শক্রতা * উত্তরোত্তর বৰ্দ্ধিত হইতে থাকে। অবশেষে ১৫৬২ খৃষ্টাব্দে भाक्रममशद्रज्ञाछउनब्रा कँीमदिविब्र क्बिारहद्र नमग्न फेथू cयोङ्कक স্বরূপ বিজাপুর করে প্রত্যৰ্পিত হয়। ১৬৮৬ খৃষ্টাব্দে বিজাপুর রাজশক্তির অবসান ঘটিলে এই নগর মোগলসাম্রাজ্যভুক্ত হয়। তৎপরে মহারাষ্ট্রগণ উহা মোগলসেনার হস্ত হইতে কাড়িয়া লন। ১৮১৮ খৃষ্টাম্বে জেনারল মনুরো পেশবাকে পরাজি করিয়া এই স্থান অধিকার করেন। ইংরাজাধিকারে আসিবার পর হইতে দস্থার উপদ্রব অন্তহিত হইয়াছে। ১৮৫৯ খৃষ্টাব্দে রেলপথ বিস্তৃত হওয়ায় পুর্ণা ও হায়দরাবাদের সহিত এখানকার বাণিজ্যসমৃদ্ধি অনেকাংশে বদ্ধিত হইয়াছে। এখানে রেশম ও কাপাসবস্ত্রের বিস্তৃত কারবার ও কারখানা আছে। শীলা নদীর কলেবরবর্ধিনী অদিলা শাখার জলবাধের উপর সমুদ্রপৃষ্ঠ হইতে ১৮•• ফিট উচ্চে এই নগর অবস্থিত। নগর প্রাচীরের দক্ষিণপশ্চিম প্রাস্তে শোলাপুর দুর্গ। দুর্গবাটিক লম্বে ২৩০ গজ ও প্রন্থে ১৭৬ গজ। উহার চারিদিকে দুই সারি ੀਬ ! উছার উপরে কামান সজ্জা করা যাইতে পারে । পুৰ্ব্বের সিদ্ধেশ্বর হ্রদ ব্যতীত ইহার অপর চারিদিকে ১•• হইতে ১৫• ফিট, বিস্তৃত একটা জলখাত আছে। উহা ১৫ হইতে ৩৯ ফিট গভীর। গোলিল]]কা (স্ত্রী) বনহরিদ্র, চলিত বুনো নদী ও কটু,প্ৰুচিকর তিক্ত ও দীপুন। (রাজনি" ) শোগুচ্যমান (倆於 ੇ শোগুচ্য-শানচ, অতিশয় শোককারী, অতি বিলাপকাৰী। " শেষ (পুং) গুঞ্চাৰে। শোক। { মেদিনী ) গুহ্যত্যনেনেতি শুষ-ঘঞ করণে। ২ বক্ষরোগ। প্রথমে শরীরকে শোষণ করির পরে এই রোগের উৎপত্তি হয় বলিয়৷ ইহাকে শোষ ব*হ্মা বলে। রসরঞ্জাদি ধাতু ও মলাদির ক্ষয়ই ক্ষে এই রোগের হেইড্রাতে আর কোন সহে নাই। - - “প্রতিশুায়াথে কাগ* কাসাং সংঞ্জারস্তে ক্ষয়: । ক্ষয়ে গ্রেগঞ্জ হেতুত্বে শোষন্তাপুপজায়তে।" (মাধব নিয়ন) প্রথমতঃ গামান্ত সর্দি হইতে কাসের উৎপত্তি হয়, পরে লেই কাল হইতে ক্রমশঃ ধাতুক্ষয় উপস্থিত হয়, অবশেষে ঐ ক্ষয়ই শোষ ब शक्रांङ्ग ८छ्डू श्हेब्र शैफ़िॉब्र ॥, - চরকে সাংস, বেগধারণ ক্ষা ও বিমাশন এই চারিটা কারণ o 谢 蠍

বস্ত্রী জেলাসমূহ বিজাপুররাজ্যভুক্ত করেন। इहेrs 'cभएषङ्ग५के९°ख्द्रि क६.ॐििर्षठ श्रेब्रटिश् । , , *