পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রীত্রেয়বংশ বিষ্ণুমনির প্রতিষ্ঠা করেন । ইহার মহিষী পুঙ্গাদেবী ধঙ্গ নামে পুত্র প্রসব করেন । ৭ম ধঙ্গ । রাজত্ব কাল ৯e •—৯৯৯ খৃঃ অদ । ইহার রাজত্বকালে খোদিত তিনখানি শিলালিপি প্রাপ্ত হওয়া গিয়াছে । একখানি ১৯১১ সংবতাঙ্কিত খজুরাহুর চতুভূজশিলালিপি, অপরখানি ১৯৫৫ সংবতঙ্কিত তুনেীরার শিলালিপি এবং শেষ খানি ১৯৫৬ সংবতঙ্কিত খজুরাহুর লালাজি-শিলালিপি । শেষোক্ত লিপিতে ঐ বৎসর ধঙ্গের মৃত্যুর কথা লেখা আছে । মেী ছত্রপুরের শিলালিপিপাঠে অসুমিত হয় প্রভাস নামে ধঙ্গের এক মন্ত্রী ছিল, লা লাঞ্জির শিলালিপিতে র্তাহার মন্ত্রীর নাম যশোধর লেখা আছে । ১০৫৫ সংবতে ধঙ্গদেবের তাম্রফলকে ও খোদিত দানপত্রে যে যশোধর ভট্রের কথা আছে, বোধ হয় তিনিই ঐ যশোধর মন্ত্ৰী হইবেন । ৯৭৮ খৃঃ অবোঁ গজনী আক্রমণকালে লাহোর রাজ জয়পালের সাহায্যাৰ্থ দিল্লী, আজমীর কনৌজ প্রভৃতির রাজাদিগের । সহিত যে কলিঙ্গর রাজ গমন করিয়াছিলেন, সম্ভবতঃ তিনিই { এই ধঙ্গ । মেী ছত্রপুরের শিলালিপিতে যে একজন রাজ কর্তৃক কান্তকুজজয়ের কথা লেথা আছে, ঐ রাজা নিশ্চয়ই ধঙ্গ কিম্ব তৎপুত্ৰ গগুদেব হইবেন । লালজি শিলালিপিতে লিখিত আছে যে ধঙ্গদেব কাশী, অন্ধ, অঙ্গ ও রাঢ়দেশের রাজমহিষীগণকে কারাগারে বন্দিনা করিয়াছিলেন এবং কোশল, কুন্তল, ক্রথ ও সিংহল রাজগণকে সহচারী করিয়া রাখিয়াছিলেন । ইনি প্রায় শতবর্ষ বয়সে প্রয়াগ তীর্থে দেহত্যাগ করেন । ৮ম গগুদেব । ( রাজত্ব কাল ৯৯৯–১ ও ২৫ খৃঃ অব । ) মেী ছত্রপুরের শিলালিপি ব্যতীত অন্ত কোথা ও ইহার নাম পাওয়া যায় না । তাহাতে ইহার মন্ত্রীর নাম প্রভাস লেখা আছে । সম্ভবত কালঞ্জর রাজ এই গগুদেব লাহোর রাজ জয়পালের সহিত ১০-৮ খৃঃ অব্দে মাহ্মদ গজনীর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন । ক্ষেরিস্তায় লিখিত আছে কালঞ্জর রাজ নন্দরায় ( গগুদেব ) কনৌজ জয় করিয়৷ তথাকার রাজ কে বিনষ্ট করেন। ইহার প্রতিশোধ জন্য মাঙ্গদ কালক্কর আক্র মণ করিয়া অধিকার করেন । ( ১ + ২৩ খৃঃ অব ) খজুরাহুতে জনৈক কক্কোল কর্তৃক প্রতিষ্ঠিত বৈদ্যনাথ মন্দির ও তাহার মধ্যে ১৯৫৮ সংবতঙ্কিত উৎকীর্ণ শিলালিপি দর্শনে অনেকেই অনুমান করেন যে চেদিরাজ ২য় কঙ্কোল গণ্ডদেবের সময় খজুর অধিকার করিয়াছিলেন । किरू पैं क्रकाश क्षङ्कल्लाह-निवानौ अटेनक प्लेवर्षालागौ। [ ১৬৩ } চন্দ্রীত্রেয়বংশ ব্যক্তি মাত্র । চেদিরাজের সহিত ঐ কঙ্কোলের কোন সম্পর্কই নাই * । যাহা হউক চেদি-বিজেতা কীৰ্ত্তিবৰ্ম্মার পূৰ্ব্বে চেদিরাজ কালঞ্জর অধিকার করেন, তাহার প্রমাণ পাওয়া যায় । কারণ ঐ সময়ে চেদিরাজগণের শিলালিপিতে র্তাহাদিগকে কালঞ্জর রাজ বলা হইয়াছে । ৯ম বিদ্যাধর দেব । ( আনুমানিক রাজত্বকাল ১০৩৫ খৃঃ অদ ) ইনি গগুদেবের পুত্র । মেী ছত্রপুরের শিলালিপিতে ইহার নামোল্লেখ ব্যতীত আর কোন কীৰ্ত্তি নাই । ইহার মন্ত্রী বিখ্যাত দার্শনিক শিবনাগ, এই শিৰনাগ ধঙ্গ ও গগু নৃপতির মন্ত্রী প্রভাসের পুত্র। শিবনাগের পুল মহীপাল, বিজয়পালের এবং মহীপালের পুত্র অনন্তকীৰ্ত্তিবৰ্ম্ম ও সল্পক্ষণ বৰ্ম্মার মন্ত্রী ছিলেন । সম্ভবতঃ আনস্তের পুত্ৰ গদাধর জয়বৰ্ম্মার প্রতীহার এবং পৃথুীবশ্ম ও মদনৰঞ্জার প্রধান মন্ত্রী নিযুক্ত হন । আবুরিহান লিখিয়াছেন,—ইনি জব্বলপুরের সন্নিহিত ত্রিপুরীশ্বর চেদিরাজ গাঙ্গেয়দেবের ( ১৯৩০-৩১ খৃঃ অব্দ ) সমকালবৰ্ত্তী ছিলেন । ১ ম বিজয়পাল দেধ । ( অtলুমানিক রাজত্বকাল ১০৩৫১৯৪৯ খৃঃ অব্দ ) উক্ত শিলালিপিতে ইহার উল্লেখ আছে । ইহার মহিষীর নাম ভুবনদেবী । নশৈরার ১নং শিলালিপিতে লিখিত অাছে যে, ভুবনদেবীর পুত্র দেববৰ্ম্মদেব পিতার পর রাজ্যাধিকারী হন । ১১শ কীৰ্ত্তিবৰ্ম্মদেব ( ১ম ) ! (আনুমানিক রাজত্বকাল ১০৪৯-১১ • • খৃঃ অন্ধ ) মৌ ছত্রপুরের শিলালিপির ৭ম শ্লোকে লিখিত আছে, বিজয়পালের পর তৎপুত্র কীৰ্ত্তিবৰ্ম্ম রাজা হন । অনস্ত র্তাহার মন্ত্রী ছিলেন । কিন্তু মুনেীরার ১নং শিলালিপিতে লিখিত আছে—বিজয়পালের পর তৎপুত্র শিবভক্ত কালঞ্জরাধিপ শ্ৰীদেব বৰ্ম্ম। দেব পিতৃসিংহাসনে আরোহণ করেন । আবার কােলঞ্জরের নীলকণ্ঠ-শিলালিপির ৭ম শ্লোকে দৃষ্ট হয়, যে বিজয়পালের পুত্র ভূমিপাল শাণিত অসি দ্বার বহু শত্রুনাশ করেন । श्।उन्नाः छेश्। अष्ट्रभिङ छ्ग्र ८य, ५भ कौर्सिबर्ष, ८नददीদেব ও ভূমিপাল বিজয়পালের পরবর্তী একই রাজার मांभ ह्हे८द + । মছোবার একখণ্ড শিলালিপিতে দৃষ্ট হয়, কীৰ্ত্তিবৰ্ম্ম চেদিরাজ কর্ণকে জয় করেন । প্রবোধচঞ্জেtRয় নাটকের చి ఫి ( • « Epigraphia Indica, vol, I. p. 148. + J. A. S. B. vol. L. p. 18.