পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চালুক্য [ ২৬৩ ] চালুক্য পুলকেশিবল্লভ [২য়] তাহার অভাব হইলে তৎপুত্র বিজয়াদিত্য ৬১৮ শক | | হইতে ৬৫৫ শক পর্য্যস্ত নিরাপদে রাজ্যসম্ভোগ করেন । বিক্রমাদিত্য ১েম] জয়সিংহ ধরাশ্রয় ইহার প্রদত্ত তাম্রশাসন পাঠে বোধ হয় ইনিও অনেক স্থান | | | জয় ও অনেক গ্রাম দান করিয়াছিলেন (১৫)। পালিধ্বজ লিত শ্র্যাশ্রয় মঙ্গলরাজ জনাশ্রয় র্তাহার অধিকৃত হইয়াছিল এবং বৎসরাজ প্রভৃতি ইছলোক ( 8२२-88७ म९) ( শক ৬৫৩ ) ( ৪৯০ সং ) হইতে অবসর লইয়াছিলেন (১৬)। তৎপুত্র মহারাজ বিক্রম প্রথম বংশাবলীপাঠে বোধ হয় ২য় পুলিকেশিবল্লভের সময়ে জয়সিংহ জ্যেষ্ঠ ভ্রাতার সাহায্যেই অথবা যে কোন প্রকারে হউক গুর্জররাজের কিয়দংশ অধিকার করিয়াছিলেন, তাহার পৌত্র বিজয়রাজ পৰ্য্যস্ত ঐ স্থানে রাজত্ব করেন । তৎপরে এই বংশের লোপ হয় অথবা বাতাপি বা গুর্জররাজগণ কর্তৃক বিতাড়িত হইয়া রাজ্যচু্যত হন। বোধ হয়, সেই সময়েই কাঞ্চীপুরের পল্লবরাজ চোল, কেরল ও পাও্যরাজের সহিত মিলিত হইয়া বাতাপিপুরীর চালুক্যরাজবংশ ধ্বংসের জন্ত অস্ত্ৰধারণ করিয়াছিলেন। যুবরাজ শিলাদিত্যশ্রাশ্রয়ের অনুশাসন-পত্রে লিখিত আছে যে, ২য় পুলিকেশির পুত্র বিক্রমাদিতাই তাহার পিত জয়সিংহধরাশ্রয়কে অনুগ্রহ করিয়াছিলেন । ইহাতে বোধ হয় যে, মহারাজ বিক্রমাদিত্যসত্যাশ্রয় পিতৃরাজ্য উদ্ধার করিয়া আপন কনিষ্ঠ সহোদর জয়সিংহধরাশ্রয়কে গুর্জরের দক্ষিণাংশ অর্পণ করিয়াছিলেন । পিতার বর্তমানেই বোধ হয় শিলাদিত্য কালগ্রীসে পতিত হন, সেই জন্য তিনি "মার রাজপদ গ্রহণ করিতে পারেন নাই, তাহার পরে তাম্বুজ বিনয়াদিত্যমঙ্গলরাজ রাজা হন । র্তাহার ৬৫৩ শকাঙ্কিত তাম্রশাসন দৃষ্ট হয়। তৎপরে পুলকেশিবল্লভ-জনাশ্রয় ভ্রাতৃসিংহাসনে আরোহণ করেন, তাহার ৪৯০ ( চেদি ) সম্বদঙ্কিত তাম্রশাসন দৃষ্ট হয়। তৎপরে কে রাজা হন, তাহ এখনও কোন খোদিতলিপিস্বারা জানা যায় নাই। যে সময়ে উক্ত পিতা ও পুত্ৰগণ দক্ষিণগুর্জরে রাজত্ব করিতেছিলেন, তৎকালে বিক্রমাদিত্যের পুত্র বিনয়াদিত্যযুদ্ধমল্পকে বাতাপির সিংহাসনে দেখিতে পাই । নানা স্থান হইতে এই বিনয়াদিত্যের তাম্রশাসনাদি পাওয়া গিয়াছে, তৎপাঠে জানা যায় যে, ইনি ৬০২ শকে রাজপদ লাভ করেন । ইনি পিতার অাদেশে ত্রৈরাজ্যের পল্লবসেনাদিগকে পরাজয় করিয়া পল্লব-রাজধানী কাঞ্চী পর্য্যস্ত অধিকার করিয়াছিলেন। কলজ, কেরল, হৈহয়, বিল, মালব, চোল ও পাগু্যরাজ প্রভৃতিও তাছার নিকট পরাস্ত হইয়াছিলেন । এমন কি তিনি সমস্ত দাক্ষিণাত্যের রাজচক্রবর্তী হইয়াছিলেন। দিত্য (২য়), ইনি ৬৫৫ হইতে ৬৬৯ শক পৰ্য্যন্ত প্রবল প্রতাপে রাজত্ব করেন। বোকলে গ্রাম হইতে সংগৃহীত তাম্রশাসনে লিখিত আছে-ইনি তিনবার পল্লবরাজধানী আক্রমণ ও নন্দিপোতবৰ্ম্মাকে বিনাশ করেন । পল্লবরাজ নরসিংহপোতবৰ্ম্ম কাঞ্চীপুরে যে রাজসিংহেশ্বর ও অপরাপর যে সমস্ত দেবতার প্রস্তরমূৰ্ত্তি স্থাপন করিয়াছিলেন, মহারাজ বিক্রমাদিত্য (২য়) সেই দেবমণ্ডলীকে সোণ দিয়া মুড়িয়াছিলেন। তৎপুৰ কীৰ্ত্তিবৰ্ম্ম (২য়) ৬৬৯ শকে রাজ্যারোহণ করেন, তিনি ও একবার চালুক্যবংশের চিরশত্র পল্লবরাজকে আক্রমণ করিয়াছিলেন এবং সাৰ্ব্বভৌম উপাধি গ্রহণ করেন (১৭) { মিরাজরাজ্যের অন্তর্গত কেীথেম হইতে সংগৃহীত ৫ম বিক্রমাদিত্যের তাম্রশাসনে লিখিত আছে যে, (২য়) কীৰ্ত্তিবৰ্ম্মার সময়ে চালুক্যরাজ্যত্রর দারুণ বিঘ্ন ঘটিয়াছিল (১৮) । তাম্রশাসন দ্বারা ৬৭৯ শক পর্য্যস্তু ২য় কীৰ্ত্তিবৰ্ম্মীর অধিকারকাল দেখিতে পাই । বোধ হয় উহারই অনতিপরে রাষ্ট্রকুটাধিপতি ২য় দস্তিদুর্গ কীৰ্ত্তিবৰ্ম্মাকে পরাস্ত করিয়া বিস্তীর্ণ চালুক্যরাজ্য অধিকার করিয়াছিলেন । তৎকালে প্রাচ্য চালুক্যগণ দাক্ষিণাত্যের পুৰ্ব্বভাগে প্রবল প্রতাপে আধিপত্য করিতে থাকিলেও বাতাপির প্রবলপরাক্রান্তু চালুকবংশ যে নিতান্ত হীনাবস্থা প্রাপ্ত হইয়াছিলেন, তাছাতে সন্দেহ নাই। পূর্ববর্ণিত ৫ম বিক্রমাদিত্যের তাম্রশাসন পাঠে জানা যায়, পশ্চিম দাক্ষিণাত্যের চালুক্যবংশের পুনরায় অভু্যদয় হইলেও অার ২য় কীৰ্ত্তিবৰ্ম্মার পুত্র বা উত্তরাধিকারী রাজ্যাধিকার পান নাই। র্তাহার পিতৃব্যবংশীয়গণই প্রবল হইয়াছিলেন । র্তাহার, পিতৃব্যের নাম ভীম । তৎপুত্ৰ কীৰ্ত্তিবৰ্ম্মা (৩য়), তাহার পুত্রের নাম তৈলভূপ। তৈলের পুত্রের নাম বিক্রমাদিত্য । বিক্রমাদিত্যের পুত্র ভীমরাজ, তৎপুত্র অ্যাণাৰ্য্য, ইনি (রাষ্ট্রকুটাধিপ ) কৃষ্ণের কন্যার (»a) Ind. Ant. vol. VI. p. 85, VII. p. 186, VII. p. 14. (»•) Ind. Ant. vol. VIII. sp. 28, (>") , , , #3 ; ; ; 3. (»v) “उद्धtशा विकभान्निष्ठा: कौर्डिंग{ी डनाक छ: । cथन stशूकाब्रtझाडै द्र खद्रtब्रिगाठूडूनि ।” ৯৩০ শকঙ্কিস্ত তাম্রশ{সন্স এ৯ পংসুি ।