পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্রক-পিপ্পলীয়ত বিটু, উদ্ভিদ, সামুদ্র এই পঞ্চলৰণের সহিত এক প্রহর পর্য্যস্ত অনলে পাক করিবে । ( চক্রদত্ত ) চিত্রকগুড়িক, বৈদ্যকোক ঔষধবিশেষ। প্রস্তুত প্রণালী— চিতামূল, পিপুলমূল, যবক্ষার, লাচিক্ষার, পঞ্চলবণ, ত্রিকটু, হিঙ্গু (হিং ), বনষমানী, চই, এই সকল একত্র চুর্ণ করিয়া টাবানেৰু বা দাড়িমের রসে মর্দন করিয়া ১ মাষ পরিমাণে গুড়িক প্রস্তুত করিবে । ইহা অামপাচক ও অগ্নিদীপ্তিকারক । ( ভৈষজ্যর” ) চিত্রকত্বত, বৈদ্যকোত্ত ঔষধবিশেষ। প্রস্তুত প্রণালী—স্কৃত ৪ সের। কাথার্থ চিতামুল ১২॥• সের, জল ৬৪ সের, শেষ ১৬ সের । কঁাজি ৮ সের, দধির মাৎ ১৬ সের। কন্ধার্থ পিপুল, পিপুলমূল, চই, চিতামূল, শুঠ তালীশপত্র, যবক্ষার, সৈন্ধব, জীর, কৃষ্ণজীরা, হরিদ্রা, দারুহরিদ্র, মরিচ, সমুদায়ে ১ সের। পাকের জল ১৬ সের। এই ঘৃত পান করিলে প্লীহা, গুল্ম, উদরাত্মান, পাণ্ডু, অরুচি, জর, অৰ্শ, শূল প্রভৃতি নানারোগ ভাল হয়। (ভৈষজ্যর" ) মতান্তরে স্কৃত চিত্রকের কাথ ও কল্কত্বারা পাক করিবে । ইহা—গ্ৰহণী, গুল্ম, শোথ, প্লীহা, শূল ও অর্শ নাশক এবং অগ্নিবৰ্দ্ধক । ( চক্রদত্ত ) চিত্রকতৈল, বৈদ্যকোত্ত ঔষধবিশেষ। প্রস্তুত প্রণালী— তৈল ৪ সের, গোমূত্র ১৬ সের। কন্ধ চিতামূল, চই, যমানী, কণ্টকারী, করপ্লবীজ, সৈন্ধবলবণ ও আকন্দপত্র মিলিত ১ সের। ইহার নস্তে নাসার্শ ভাল হয় । ( ভৈষজ্যর" ) প্রকারান্তরে চিত্রক, চই, জোয়ান, এলাচ, করমচার বীজ । আকন্দ ও লবণ তৈলের সহ একত্র করিয়া গোমূত্রে পাক করিবে । ঐ তৈলের গুণ অশনাশক । ( ভৈষজ্যর" ) চিত্রকম্বল (পুং) কম্বলভেদ, গালিচা। চিত্রকর (ত্রি) চিত্রং করোতি চিত্র-ক-ট। ১ যে চিত্র করে, চিত্রশিল্পকর। ২ বর্ণসঙ্কর জাতিবিশেষ, পটুয়া, শূদ্রার গর্ভে ও বিশ্বকৰ্ম্মার ঔরসে এই জাতি উৎপত্তি হইয়াছে। (ব্রহ্মবৈবৰ্ত্তপুরাণ ) রামায়ণ মহাভারতেও চিত্রকরের উল্লেখ আছে। { চিত্রবিদ্যা দেখ। ] চিত্ৰকৰ্ম্মিন (ত্রি) চিত্ৰং কৰ্ম্ম যন্ত বহুত্ৰী। ১ চিত্রকর । ২ আশ্চৰ্য্যকর। (পুং ) ৩ তিনিশবৃক্ষ। ৬ষ্ঠ তং (ক্লী ) ৪ চিত্রকাৰ্য্য, শিল্প । চিত্রক-পিপ্পলীয়ত, বৈস্তকোত্ত ঔষধবিশেষ। প্রস্তুত প্রণালী—স্কৃত ৪ সের, দুগ্ধ ১৬ সের, কন্ধাৰ্থ পিপুল ও চিতামুল মিলিত ১ সের। পাকের জল ১৬ সের। এই স্থত পাক করিলে যকৃৎ ও প্লীহা নষ্ট হয়। ( ভৈষজ্যর” ) [ లిeరి 1 চিত্রকাথি 鹦 চিত্রকহরীতকী (স্ত্রী) চিত্রকের সহিত পাককরা হরীতকী। আয়ুৰ্ব্বেদোক্ত ঔষধভেদ । চিত্রক, আমলকী, গুড় চী, ও দশমূলের রস দ্বারা হরীতকী চুর্ণ গুড়ে পাক করিবে, পরদিন ত্রিকটু ও তেজপত্রের ক্ষারদ্বারা মধুতে পাক করিবে । ইহা সেবনে অগ্নিবৃদ্ধি এবং ক্ষয় কাস, নাসিকারোগ, ক্রিমি, গুল্ম, উদাবৰ্ত্ত, অর্শ ও শ্বাস আরোগ্য হয় । ( চক্রদত্ত ) ভৈষজ্যরত্নাবলীর মতে, ইহার প্রস্তুত প্রণালী—পুরাতন গুড় ১•• পল। কাথার্থ চিতামুল ৫• পল, জল ৫• সের, শেষ ১২॥• সের ; আমলকীর রস (অভাবে কাথ ) ১২॥• সের ; গুলঞ্চ ৫০ পল, জল ৫০ সের, শেষ ১২॥• সেয় । দশমূল প্রত্যেক ৫ পল, জল ৫০ সের, শেষ ১২॥• সের। এই সমুদায় কাথ একত্র করিয়া তাহাতে গুড় গুলির ছকিয়া হরীতকীচুর্ণ ৮ সের দিয়া পাক করিবে। পাক সিদ্ধ হইলে, শুট, পিপুল, মরিচ, গুড়ত্বক, তেজপত্র, এলাইচ প্রত্যেক চূর্ণ ২ পল ও যবক্ষার ৪ তোলা প্রক্ষেপ দিবে। পরদিনে মধু ২ সের মিশ্রিত করিবে । অগ্নির বল বিবেচনা করিয়া অৰ্দ্ধতোলা হইতে ২ তোলা মাত্রা স্থির করিবে । ইহা সেবন করিলে অগ্নির দীপ্তি এবং ক্ষয়, কাস, পীনস, ক্রিমি, গুল্ম, উদাবৰ্ত্ত, অর্শ ও স্বাসরোগ मठे श्झ । ( ट्रेडदखाद्र" ) চিত্রকাথি, বোম্বাই প্রদেশবাসী একপ্রকার জাতি। ইন্দাপুর, পুরন্ধর ও পুণ এই তিনটী স্থান ভিন্ন পুণাজেলার অপর সকল স্থানেই ইহাদিগের বাস দেখিতে পাওয়া যায়। চিত্র ও কথা এই দুইটী শব্দ দ্বারা ইহাদিগের জাতীয় নামের উৎপত্তি হইয়াছে, কারণ ইহার লোকের নিকট দেবদেবীর ও বীর পুরুষদিগের প্রতিমূৰ্ত্তি অর্থাৎ চিত্র প্রদর্শন এবং পৌরাণিক কথা শুনাইয়া ভিক্ষা করিয়া থাকে। ইহারা বলে যে, শোলাপুর জেলার অন্তর্গত সিঙ্গানাপুর ইহাদিগের পূর্ব বাস ছিল ; সাহু রাজার রাজত্ব কালে ( খৃঃ ১৭৯৮-১৭৪৯ খৃঃ অব্দে) ইহারা পুণা জেলায় আসিয়া বাস করিয়াছে। ইহাদিগের মধ্যে শ্রেণী বিভাগ নাই। যাদব, মোরে প্রভৃতি ইহাদিগের উপাধি । সমান উপাধিবিশিষ্ট ব্যক্তির মধ্যে আহারাদির প্রচলন আছে, কিন্তু বিবাহ প্রচলন নাই । ইহাদিগের পুরুষগণের নামের অস্তে “পেটেল” ও রমণীদিগের নামের শেষে “বাই” থাকে । ইহাদিগের মাতৃভাষা মরাঠা । ইহাদিগের আকৃতি প্রকৃতি মরাঠী কুণবি জাতির মত। ইহারা শিখা ও গোফ রাখে। ইহারা ছাগ, মেষ প্রভৃতির মাংসভক্ষণ এবং নেসা করিতে ভালবাসে। প্রায় চিত্রকাথি জাতি অপরিস্কার, কিন্তু মিতব্যয়ী ও অতিথিসেবক । ইহারা সময়ে সময়ে কাষ্ঠপুত্তলিকার