পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যচঙ্গ ক্ষণে ক্ষণে কর ভূমি সৰ্ব্বতীর্থ দান। জিজ্ঞাসী হতে তুমি পরমপৰিম। (চৈ" চরিং মধ্য ১১ প" ) éौटेऽङछ ७ई कथा शनिद्रा नूच्tांछांटनद्र भtषा ७कüौ মির্জন খয় হস্লিদাসের বাসস্থান নির্দেশ করিয়া দিলেন । তৎপরে গৌরচন্দ্র সমুদ্র গান করিয়া বাসায় আসিয়া বৈষ্ণব জিশ্বের ভোজনের আয়োজন করিতে; লাগিলেন। গোপীমাথ ও কাণীমিশ্র জাদেশ পাইয়া বৈষ্ণবদিগের উপযুক্ত মহা প্রসাদ জানিয়া রাখিয়াছিলেন। যথাসময়ে অদ্বৈত প্রভৃতি छङ** cछांजtनग्न छछ ६छङtछद्र श्रांयांप्न ॐशिष्ठ श्रेंटल ষ্ট্রচৈত্তম্ভ তাহাদিগকে যথাক্রমে বসাইয়া স্বহস্তে মহাপ্রপাদ পরিবেশন করিতে লাগিলেন । কিন্তু ভক্তগণ প্রভুর জপেক্ষায় হাত তুলিয়া বসিয়া থাকিলেন। পরিশেষে গোৰিলোর স্বারা হরিদাসের জন্ত মহাপ্রসাদ পাঠাইয়া দিয়া গৌরচন্দ্র স্বয়ং ভোজন করিতে বসিলেন । স্বরূপ দামোদর ও জগদাননা পরিবেশন করিতে লাগিলেন। সকলে হরিধ্বনি দিয়া মহানমো ভোজন করিয়া আচমন করিলে শ্রীচৈতন্য র্তাহাদিগকে মাল্যচন্দন দিয়া বিশ্রামার্থ বাসায় পাঠাইয়া আপনিও বিশ্রাম করিলেন । - সায়াহ্নে ভক্তমণ্ডলী গৌরাঙ্গ-সভায় সমাগত হইলে রামানন্দ রায় উপনীত হইলেন। গৌরচন্দ্র একে একে সমস্ত ভক্তগণের সহিত রামানন্দের পরিচয় করিয়া দেন। সকলেই হরিকথায় মত্ত হইলেন । ইহার পর শ্রীচৈতন্ত সকল ভক্ত সঙ্গে জগন্নাথ-মন্দিরে যাইয়া সন্ধ্যারতির অন্তে কীৰ্ত্তন আরম্ভ করিয়া দিলেন । এই দিনে গেীরের মনে বড়ই উৎসাহ হইয়াছিল । নবদ্বীপ ছাড়িয়া এমন কীৰ্ত্তন আর হয় নাই। গৌর আনন্দতরঙ্গে মাতোয়ার হইয়া কীৰ্ত্তনের চারিট সম্প্রদায় বাধিয়া দিলেন । আটখান খোল ও বত্রিশ জোড়া করতাল বাজিতে লাগিল ৷ কীৰ্ত্তনশ্বরে আকাশ ভেদ করিয়া গ্রামবাসী সকলকেই উন্মত্ত করিয়া তুলিল। নীলাচলবাসী নরনারীগণ ঘর ছাড়িয়া দৌড়িয়া আসিল । ভক্তগণের স্বেদ, অশ্র প্রভৃতি ভাব দেখিয়া সকলেই চমৎকৃত হইল। প্রতাপরুদ্র অমাত্যবর্গে পরিবৃত হইয় অট্টালিকায় আরোহণ করিয়া দেখিতে লাগিলেন । গৌরচন্দ্র কীৰ্ত্তন-সম্প্রদায়ের মধ্যে জগস্নাথ মন্দির বেষ্টন করিয়া নাচিতে লাগিলেন । নৃত্যাবসানে মন্দিরের পশ্চাৎভাগে দাড়াইয়া গান করিতে আদেশ দিলেন। এইরূপে সে দিনকার সংকীৰ্ত্তন শেষ হইল। বৈষ্ণব কবিগণ ইহাকে বেড়া-কীৰ্ত্তন নামে উল্লেখ করিয়া থাকেন। তৎপরে চৈতষ্ঠচণ্ড ভক্তগণকে লইয়া বাসায় মাসিয়া মহাপ্রসাদ ভোজন করাইয়া বিদায় দিলেন । নীলাচলের [ 88" | ੋਲੀ ਚਲੇ পবিত্র ক্ষেত্রে গোঁয়েচক্সের প্রেমের হাট বসিল, দিন দিন ভারতের নানাস্থান হইতে ভক্তগণ আসিয়া ইহাতে যোগ দিতে লাগিলেন । - ठ९°रग्न ब्रांभांनमा ब्रांव्र ॐौटे5ठtछब्र निकरी ब्रांछ (*ष्ठां*রুজকে কৃপা করিতে অনুরোধ করেন । কিন্তু চৈতন্ত किछूटङहे नन्नड इन नाहे । डिनि दगिएणन ८ष, “ब्रांज বৈষ্ণব হইলেও আমি তাহার সহিত মিলন করিলে লোক- “ নিন্দ হইবে, তোমরা এ বিষয় আমাকে অনুরোধ করিবেন।” চৈতন্যচরিতামৃতের মতে এই সময়ে প্রভুর একখানি বহিবাস রাজাকে পঠাইয়া দেওয়া হয়। তাহার পরে প্রভুর অনুমতিক্রমে প্রতাপরুদ্রের পুত্র আলিয়া মিলিত হন । ঐচৈতন্ত তাহার ভক্তি দেখিয়া প্রেমাবেশে তাছাকে আলিজন করেন । রাজকুমারও কৃষ্ণ কৃষ্ণ বলিয়া নাচিতে লাগিলেন। রাজা প্রতাপরুদ্র চৈতন্যসঙ্গী পুত্রকে আলিঙ্গন করিয়া আপনাকে কৃতাৰ্থ জ্ঞান করিয়াছিলেন । এইরূপ নানারঙ্গে অতিবাহিত হইতে লাগিল, জগন্নাথের রথযাত্রা নিকটবর্তী । চৈতন্তচন্দ্র গুণ্ডিচ-মন্দির বড়ই অপরিষ্কার দেখিয়া সকলকে বলিয়া তাহার মার্জন করিতে আরম্ভ করিলেন । প্রভুর আদেশে একশত সম্মার্জনী ও একশত কলসী আন হইল। শ্রীচৈতন্য স্বয়ং শ্ৰীহস্তে একখানি মার্জনী লইয়া মার্জন করিতে লাগিলেন । প্রথমে মন্দিরের উপর মার্জন করিয়া ছোট বড় সকল মন্দিরই ধৌত করা হইল । গৌরচন্দ্র কৃষ্ণনাম-উচ্চারণে মত্ত হইয়া মার্জন করিতে আরম্ভ করিলেন । ভক্তগণও সেই প্রেমে মাতোয়ার হইয়া মার্জন করিতে লাগিলেন। মার্জন-কালে তৃণ ধূলি সকল বহির্বাসে করিয়া বাহিরে ফেলিয়া দিতে লাগিলেন । অল্পকাল মধ্যে গুণ্ডিচা মন্দির পরিষ্কার হইল। এই সময়ে প্রভুর একজন ভক্ত তাহার পায়ের উপরে এক কলসী জল ঢালিয়া তাহ পান করিয়াছিল, তাহ দেখিয়া প্রভু অনেক রাগ করিয়াছিলেন । গুণ্ডিচা মন্দিরের মার্জন শেষ হইলে শ্রীচৈতন্তু সমস্ত ভক্তকে লইয়া সংকীর্তন করিতে আরম্ভ করেন। স্বরূপ উচ্চৈঃস্বরে গান করিতে আরম্ভ করিলেন । সকল ভক্তের চক্ষু দিয়া দর দর ধারে জল পড়িতে লাগিল । এই সময়ে আচাৰ্য্য গোস্বামীর পুত্ৰ গোপাল নাচিতে নাচিতে অচেতন হইয়া পড়িয়ছিল। অনেক চেষ্টায়ও তাহার চেতনা হইল না দেখিয়া সকলেই বিষম চিন্তিত হইলেন । শেষে শ্রীচৈতন্ত তাহার বুকে হাত দিয়া বলিলেন, “বাপ গোপাল, উঠিয়া একবার কৃষ্ণनाम कब्र ” cशांभाल श्रमनि डैर्लिंग्रां ऊँटेक:ऋग्र क्लक झक्ष বলিয়া কাদিতে লাগিল। পরে গৌরাঙ্গজেব ভক্তগণকে