পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दत्रांलग्न (शूरद्रात्रौग्न) [ ১৬১ ] রঙ্গালয় (যুরোপীয় ) কিছুকাল গত হইলে, উক্ত শতাদের শেষভাগে ইংলওে স্থায়ী व्रत्रालग्न श्ा”८नब्र र्य%ाङ रुम्न । पै नभप्ञ नाप्लेकोझिनग्न প্রদর্শনের জন্য রঞ্জিামুজ্ঞা গ্রহণ করিয়া স্ন প্রসিদ্ধ পাশ্চাত্য নাট্যাচার্ষ্য সেকুলপীয়ার ও বাৰ্ব্বেঙ্গ একটা স্থায়ী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন । লণ্ডন নগরে নাট্যাভিনয় সম্পাদনার্থ ১৫৭৬-৭৭ খৃষ্টাব্দে হু এপার-1্যবসায়ী জেমস বাব্বেজ নামক জনৈক অভিনেতা কর্তৃক প্রথম রঙ্গালয় নিৰ্ম্মিত হইয়াছিল। ঐ গৃহখানি শালকাষ্ঠে নিৰ্ম্মিত ; ১৬৯৮ খৃষ্টা পৰ্য্যন্ত উহা শোরেডিচের হেলিওয়েল লেনে বিদ্যমাল ছিল । তংপরে উছ ভাঙ্গিয়৷ ফেলা হয়। ঐ রঙ্গ লয় নিজগুণে “The Theatre” নামে পরিচিত হইয়াছিল। ঐ সময়ে ঐ স্থানে “কার্টেন’ থিয়েটার স্থাপিত হয়। ১৬৪২ খৃষ্টাব্দে পালিমেণ্ট মহাসভার আদেশে নাট্যাভিনয় স্থগিত হওয়া পৰ্য্যস্ত ও ঐ থিয়েটার চলিয়াছিল । বাৰ্ব্বেজ ১৫৯৮ খৃষ্টাব্দে দি থিয়েটারের মাল মসলাদি লইয়। গ্লোব থিয়েটার নিৰ্ম্মাণ করেন । বাঙ্কসাইড নামক স্থানের বেয়ার গার্ডেনের নিকট ঐ রঙ্গtলয় স্থাপিত কইয়াছিল। কবিবর সেক্স্পীয়ারের অভু্যদয়ে গ্লোব থিয়েটার যুরোপের সৰ্ব্বত্র প্রসিদ্ধি লাভ করে । ইহা অষ্টকোণাকার ও কাষ্ঠ নিৰ্ম্মিত ছিল। ১৬১৩ খৃষ্টাব্দে অগ্নিযোগে ঐ রঙ্গালয় ভস্মসাৎ হইলে উহা পুনঃ সংস্কৃত হয়, পরে ১৬৪৪ খৃষ্টাব্দে পুনরায় ভাঙ্গিয়া নুতন করিয়া নিৰ্ম্মাণ করা হয়। ইছারই নিকটে ছেলুলু কর্তৃক ১৫৯২ «ětto The Rose s sest খৃষ্টাব্দে The Swan নামক নাট্যাগার স্থাপিত হইয়াছিল। উহ। সৰ্ব্বতোভাবে গ্লোব থিয়েটারের অনুকরণে গঠিত। ১৫৯৬ খৃষ্টাব্দে প্রাচীন ডোমিনিকান ফ্রায়ারীর নিকট *tog The Blackfriars Theatre Rtwo oth floo রঙ্গালয় স্থাপন করিয়া লাভবান হইবার চেষ্টা পান। ঐ সময়ে প্রতিযোগী এডওয়ার্ড এলিন ১৩২• পাউণ্ড ব্যয়ে ১৫৯৯-১৮•• **to The Fortune Theatre grosa otra cetăţă. ক্রশ ষ্ট্রীট ও গোল্ডিং লেনের মধ্যে ঐ নাট্যমন্দির ১৮১৯ খৃঃ অঃ পৰ্য্যন্ত বিদ্যমান ছিল। রাণী এলিজাবেথের রাজ্যকালে The Red bull. Theatre stfos outsov i set: *W*to ‘Hope', ‘ Paris Garden, ‘Whitefriars'. ‘Salisbury Court', s "Newington' f'trött az Egy হুইয়াছিল। ১৮১৮ খৃষ্টাকে ডিস্কার কৃত লগুন চিত্রে গ্লোব, ছোপ ও স্বোয়ান থিয়েটারের চিত্র প্রদর্শিত হইয়াছে। ংলণ্ডের রঙ্গালয়গুলি প্রাচীন গ্রীক ও রোমকগণের প্রদর্শিত পস্থার অনুকরণে নহে, ইহা প্রাচীন ইংলণ্ডের প্রথামু XVI gx সারেই গঠিত হইয়াছিল। পূৰ্ব্বে কোন সরাই বা অট্টালিকার প্রাঙ্গণের মধ্যস্থলে অস্থায়ী কাষ্ঠীমণ্ডপ বা ষ্টেজ বঁাধিস্থ অভিনয় প্রদর্শিত হইত। প্রধান প্রধান দর্শকম্বুল্লের নিমিত্ত, উঠানের চারিধারে সোপানশ্রেণী সজ্জিত থাকিত এবং অপেক্ষাকৃত হীনাৰস্থাপন্ন দরিদ্র দর্শকগণ সেই মধ্য-মণ্ডপের ( Central Stage ) চতুষ্পার্শ্বস্থ প্রাঙ্গণভাগে দণ্ডায়মান থাকিত । এই প্রথাস্থসারেই পূৰ্ব্বতন গ্লোব, ফচুন, স্বোরান প্রভৃতি বীররসাশ্রিত নাটকাভিনযোপযোগী রঙ্গালয় গঠিত হইয়াছিল। এই সকল ও পুৰ্ব্বকালের অপরাপর রঙ্গালয় সমূহের মধ্যস্থলে যে মঞ্চ (Platform) থtকিত, তাহাই ষ্টেজ বলিয়া সাধারণে গৃহীত । ঐ ষ্টেজের চারিধারেই আসন সাজান হইত। কেবল যে দিকে সাজঘর (Green-room) সেই দিকেই ফাক থাকিস্ত। উপরের গ্যালারী ও বক্স ষ্টেজের চারিধারে এমন কি, সাজঘরের উপর পর্য্যস্ত ও অধিকার করিত। এই কারণে তখনকার নাট্যাচার্যগণ অষ্টকোণী রঙ্গমঞ্চের উপযোগিতা উপলব্ধি করিয়াছিলেন। ফচু ন থিয়েটার চতুষ্কোণ ছিল। প্রাচীনতম ইংলণ্ডের থিয়েটার ও আমাদের দেশের যাত্রপ্রণালী মালোচনা করিলে,উভয় পদ্ধতিই এক বলিয়। অসুমিত্ত হয়। প্রভেদের মধ্যে যাত্রায় ষ্টেজ থাকে না । ইংলণ্ডের সুপ্রসিদ্ধ নাটক কার সেক্সপীয়ারের জীবনীলেখক হল্পীওয়েল ফিলিপ লিখিয়াছেন যে, ফচুল রঙ্গালয় সৰ্ব্বতোভাবে গ্লোব থিয়েটারের অনুরূপ প্রণালীতে গঠিত হইয়াছিল ; কেবলমাত্র ইহার ষ্টেজ চতুষ্কোণ ও শালকার্টের তক্তাগুলি অপেক্ষাকৃত মোট ছিল। চতুষ্পাশ্বের দেওয়াল অৰ্দ্ধেক পাকা ও কাষ্ঠনিৰ্ম্মিত ; ছাদে টালি বলান, দুই দিকের চালের শেষমুখে দস্তার নাম লাগান, ওক কাঠের ষ্টেজ, কিন্তু তছুপরে একটা স্বতন্ত্র আচ্ছাদন (Shadow), সার্সী বসান জানালtশ্রেণী পরিশোভিত সাজঘর (tireynge-howse) এবং উপবেশনার্থ দুই প্রকার বক্স আসন (gentlemen's roomes and ‘twoo pennie roomes’) rfsse foi i osas খৃষ্টাব্দে কার্কমান সম্পাদিত নাট্যাভিনয়সংগ্রহে এবং উইলকিনসন ş s Londina Illustruta (1819) ; Cwtftwt* *'s History of Dramatic Poetry (1879) ; হল্লীওয়েল ff?"; # = Life of Shakespeare (1886) ; carritāņs History of the Stage (1790); G The Antiquary নামক পত্রিকায় ওর্ডিস কুত লণ্ডন নগরীস্থ প্রাচীন রঙ্গালয় সমূহের ইতিবৃত্তমূলক প্রবন্ধে ঐ সকল ও তদানীন্তন অপরাপর রঙ্গালয়ের যথাযথ বিবরণ প্রদত্ত হইয়াছে। খৃষ্টীয় ১৬শ ও ১৭শ শতাকে সাধারণে যে ঢঙ্কের অভিনয়ের