পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* রঙ্গালয় ( বঙ্গীয় ) [ . b ● | রক্ষালয় ( সঙ্গীয় ) ঠাকুর গোষ্ঠীর আদি বাড়ীতে ( ৬গোপীমোহন ঠাকুরের বাড়ীতে ৬৮ নং পাথুরেঘাটায় ) অর্থাৎ তখনকার ৮ঈশানচন্ত্র মুখোপাধ্যায়ের বাড়ীর হলে রঙ্গমঞ্চ স্থাপিত হয় । এই স্থানে ১২৭১ সালে (১৮৬৫ খৃষ্টাব্দে "মালবিকায়ামত্র”অভিনীত হয় । পাইকপাড়ার রাঞ্জাদিগের যন্ত্রে ১২৬৬ সালে ইহার অভিময়ে যে সকল অভিনেতা অভিনয় করেন, তাহদের মধ্যে কেহ কেহ এই অভিনয়ে ৰোগ দিয়াছিলেন। পাইকপাড়ার অভিমায়-শিক্ষক ষ্ট্ৰীযুক্ত কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ই এখানে শিক্ষক হষ্টয়াছিলেন । ঠিক কোন তারিখে “মালবিকাগ্নিমিত্র” প্রথম অভিনীত হয় এবং কাহার। কো অংশ লইয়া অভিনয় করেন, তাই জমি যায় নাই। ইথার পর যতীন্দ্রমোহন রামনারায়ণ তর্ক রত্বের নুতন নাটক “কংসবধ” অভিনয় কার বার উদ্যোগ করেন, কিন্তু নানা অসুবিধায় উল্লাহ। পরিত্যাগ ; করা হয়। এই সময়ে পুস্তক ভাবে যতীন্দ্রমোহন ঠাকুর নিজে *বিয়াসুন্দর” নাটক রচনাপুণক আখড়াই দেওয়ান। নয় দশ বার অভিনয়ের মধ্যে নিম্নে ক একটী তারিখ দেওয়া গেল,— ১ম ১২৭২৷২৩শে পৌষ, শনিবাস ( ১৮৬৬৬ জানুয়ারী) - ২৭শে পৌষ, বুধবার (১৮৬৬১ - জাগুয়ারী ) , ২৯শে মাঘ, শনিবার ( , ১০ ফেব্রুয়ারী ) ৭ই ফtঙ্কন, (,, ১৭ ফেব্রুয়ারী ) ১২ ফtঙ্কন ( , ર 8 C* ,, ) এই অভিনয়ের সময়ে রেবার রাজা কলিকাতায় আসিয়া মহারাজ যতীন্দ্রমোহনের মরকতকুঞ্জ নামক উত্থানে বাস করেন। বিস্কাসুন্দরের আখড়াহ তখন শেষ হইয়। গিয়াছে, খুলিবার উদ্যোগ হইতেছিল। ( ১৮৬৫৩০ ডিসেম্বর ) তারিখে যতীন্দ্রমোহন তাহাকে স্ব ভবনে নিমন্ত্ৰণ করেন । ইহাকে আপ্যায়িত করিবার জন্ম এছ দিনই বিদ্যামুন্দরের ড্রেস-রিহাসালের ব্যবস্থা করা হয়। এই দিন যতীন্দ্রমোহনের নিজ পরিজন ও রেপার রাজার দলবল ব্যতীক্ত আর কেহ উপস্থিত ছিল না । তৃতীয় অঙিময়ে বিলিয়ানগরমৃএর মহারাজ দর্শক ছিলেন । এই সময়ে য়ুরোপ হইতে নবাগত থেরেস পুশার্ড, নামক এক প্রসিদ্ধ বাদক টাউন ছলে স্বীয় বামুকৌশল শুনাইয়া লোককে চমৎস্কৃত করিতেছিলেন। সঙ্গীতজ্ঞ যতীন্দ্র ও শৌরীন্দ্রমোহনের সহিত তিনি পরিচিত হন । বিদ্যাসুন্দরের তৃতীয় অভিনয়ে পুশার্ড, নিমন্ত্রিত হইয়া ৰেহালা বাজাইয়াছিলেন। তখনকার য়ুরোপীয় বাস্থ্যস্থবিক্রেও। "বার্কিষ, ইয়ং” কোম্পানীর দোকামের অধ্যক্ষ রিজ লে এই চতুর্থ অভিনয়ে পুশাডের বাল্পনার সহিত পিয়ানো বাজাইয়াছিলেন। 及驾 ৩য় 8 C 廖罗 急列 தம் go ১২৭২ সালের ১৯ এ পোষ বিস্তামুন্দরের অভিনেতৃগণের নামাদি,— রাজ ধীরসিংহ রাধাপ্রসাদ বসাক । মন্ত্রী হরিমোহন কৰ্ম্মকার । গঙ্গাম্ভtট গিরিশচন্দ্র চট্টোপাধ্যtয় । তুলার মহে স্নাথ মুখোপাধ্যায় \ ধূমকেতু হরিচরণ বঙ্গোপাধ্যায় । तिघ्रा। মদনমোহন বর্ণ। । ইয়ামালিনী কৃষ্ণধন বন্দোপাধ্যায় । সুলেচন ষষ্ঠদাস মুখোপাধ্যায় । চপল ( ১ ) যদুনাথ ঘোষ । ै ( २ } ফটিক ওরফে হরকুমার গঙ্গোপাধায় । fৰমল৷ নারায়ণচন্দ্র বসাক । প্রতিবর্মী অমরনাথ চট্টোপাধ্যায় । প্রহরী ব্ৰজদুল্লভ বসাক । এই সঙ্গে ই প্রথমাভিনয় হই তেই “যেমন কয় তেমনি ফল।” নামক একখান প্রহসনের ও অভিনয় হয় । ১৩ জুহিয়ারা তারিথের “বেঙ্গলা” পত্রে তাছার তদানীন্তন সম্পাদক গিরীশ চন্দ্র ঘোষ এই অভিনয়ের মুখ্যাতি করিয়া এক বিবরণ লেখেন । এই বিদ্যাসুন্দর অভিনয়ের সঙ্গে বাঙ্গাল সাধারণ নাট্যলয়ের অন্ততম প্রতিষ্ঠাত অৰ্দ্ধেন্দুশেখর মুস্তফা মচাশয়ের একটু সম্বন্ধ ছিল। এছ অভিনয়ের সময়ে অদ্ধেন্দুবাবু আত্মীয়তাসুত্রে যতীন্দ্রমোহনের বাড়ীতে থাকিতেন । প্তাহার প্রথম অভিনয় দশন । তিনি এই খানে থাকিয়াই অভিনয়বিদ্যার সমস্ত ব্যাপারগুলি দেখিবার ও বুঝি বার সুবিধা পাইয়াছিলেন। তিনি তখন স্কুলে পড়িতেন। তখন ও তিনি নাট্যের কোন সম্পর্কে ছিলেন না । যতীন্দ্রমোহনের এই নাট্যসম্প্রদায়ে ফ্রমশঃ ১ "মালবিকাগ্নিমিত্র,” ২ “বিদ্যামুমার," ৩ "যেমন কৰ্ম্ম-তেমনি ফল” ৪ “বুঝলে কি না,* s ‘মালতীমাধব,” ও “উড়য়-সঙ্কট,” ৭ "চক্ষুদান, ৮ “রক্সিণীছরণ,” ৯ “রসাবিষ্কারবুদক" অভিনীত হইয়াছিল এবং এই দল অনেক দিন পৰ্য্যস্ত বর্তমান ছিল । রুক্মিণীহরণের অভিনয় পৰ্য্যস্ত যতীন্দ্রমোহনের নাট্য সম্প্রদায় একটামে চলিয়াছিল। তাহার পর বন্ধ থাকে, পুনরায় ১৮৮১ খৃষ্টাব্দে “রসাবিষ্কারবৃন্দক” নামক ক্ষুদ্র দৃপ্ত কাব্য রচিত ও অভিনীত হয়। এই সকল অভিনয়ের সঙ্গে ক্ষেত্রমোহন গোস্বামীর প্রতিষ্ঠিত একতান-বদনসম্প্রদায় বাজাছতেন । তাঁহাতে অধিকাংশ দেশী যত্ন বাজিত । বেহাল ব্যতীত বিদেশীয় জষ্ঠ কোন যন্ত্র ছিল না। ফু দিয়া বাজাহবার কোন যন্ত্র ও ছিল না । ইহা “শৌরীশ্রমোহনের কনসার্ট” নামে খ্যাত হইয়াছিল। বিস্কামুম্বরের অভিনয় ছছতেই নাটক ও গ্রহসন একত্র অভিময়ের প্রথা প্রবর্তিত হয়। পাথুরেঘাটায় যতীন্দ্রমোহন ঠাকুরের বাড়ীতে চতুর্থ تمة إي