পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামনারায়ণ [ را براf রামনারায়ণ রামনারায়ণ ( পুং ) বৈয়াকরণভেদ। রামনারায়ণ, অনুমিতিনিরূপণ, তত্ত্ববোধ, তত্ত্বাঙ্গুসন্ধানটাক, পঞ্চদশটক, ভগবদগীতাপ্রকাশিনী, বনমালিকীৰ্ত্তিছন্দোমালা, বিজ্ঞাননেীকাটক, সফলবুত্তি, সৰ্ব্ববেদার্থনির্ণয়টক প্রভৃতি গ্রন্থ প্রণেতা। ২ গুরুচক্ৰোদয়কৌমুদীরচয়িতা। ৩ প্রমিতাক্ষর নামে মুহূৰ্ত্তচিন্তামণির টীকাকার । রামনারায়ণ ( রাজ1), পাটনার জনৈক হিন্দু শাসনকর্ত। নবাব আলীবর্দী থার রাজত্বকালে ১৭৫৩ খৃঃাকে রাজা জানকী রামের মৃত্যু হইলে নবাব তাছার পুত্র চতুষ্টয়কে.খেলাং দিয়া সমবেদন জামান । তিনি ঐ সময়ে রাজা চুল্ল ভ রামকে সেনাপরিসংখ্যার দেওয়ানীতে স্থায়িভাবে নিযুক্ত করেন। এবং রাদা রামনারায়ণকে পাটনার নায়েব-নাজিমের কার্য দেন। বেহারের নায়েব-নাজিম রাজা রামনারায়ণ সিরাজউদৌলার বিরুদ্ধে বঙ্গের সমুদায় ষড়যন্ত্র হইতে নির্লিপ্ত ভাবে অবস্থান করিতেছিলেন। প্রতিপালক আলীবর্দী খাঁর নাম স্মরণ করিয়া তিনি নবাব-দৌহিত্রের সম্পূর্ণ হিতাকাঙ্ক্ষী ছিলেন । পলাশীযুদ্ধের অব্যবহিত পুণে সিরাজপ্রেরিত ফরাণী সেনানী লা তাহার সহিত মিলিত হইলে, পাটনায় রাষ্ট্রবিপ্লবের আশঙ্কায় মীরজাফর ক্লাইবের সহিত পরামর্শ করিয়া মেজর কুটকে তথায় প্রেরণ করতে হচ্ছা করেন । রামনারায়ণ বিবাদ পরিহারমানসে ইংরাজসৈম্ভের উপস্থিতির পুৰ্ব্বেষ্ট ফরাসী সেনাদলকে অধোধ্যা-মবাবের রাজ্যে পাঠাইয় দেন। রামনারায়ণের সহিত গোলযোগ বাধাইয় তাহাকে ছলে বলে রাজ্যচুতি করাই পরামর্শ স্থির ছিল। কুট ও সেইরূপ আদিষ্ট হইয়াছিলেন, কিন্তু রামনায়ণ বগুতাভাব প্রদর্শন করায় সে আদেশ प्रश्ऊिँ इम्न । সিরাঞ্জের শাসনে উত্তাক্ত মীরজাফর ও রাজা দুল্ল ভরাম পরম্পরে বন্ধুতাসূত্রে আবদ্ধ ছিলেন । উভয়েই তৎকালে আপন স্থাপন স্বার্থ সাধনে ব্যাপৃত । কাজেই মীরজাফরের সিংহাসন প্রাপ্তিতে তাছার কোন লাভ হইল না বা অপরিমিত প্রভুত্ব চলিল না দেখিয়া মন্ত্রিবর নানা মন্ত্রণাঞ্জাল বিস্তার করিতে লাগিলেন । একে অর্থঙ্কচ্ছ,তা, তাহাতে দুল্প ভরামের ষড়যন্ত্র এবং রামনারায়ণের ভাগতিক ও বিশেষ আশা প্রদ নহে, লক্ষ্য করিয়৷ মীরজাফর প্রতিবিধানের চেষ্টা দেথিতে লাগি লেন । ঐ সময়ে ইংরাজের গুপ্তচরের হস্তে রামনা রায়ণের নিকট আলীবর্দী বেগমের প্লেল্পিত পত্র ধরা পড়ে। উছাতে अtया५Iाग्न नया८रुम्न मश्ऊि ब्राममा ब्राम्न८°व्र ७क cषा' इ३म्रो মীরজাফরকে বিতাড়িত করিবার প্রস্তাব ছিল । Gब्राह:गम्र म६J३थ्tइ भीब्रछtफ़्ब्र ब्रt५ ६:/छब्रl८मद्र गश्ठि f পুনৰ্ম্মিলিত হহয়। বেহায় যাত্রার উদ্যোগ করিলেন । রাজমহলে আসিয়া সমস্ত বিদ্রোহের উপশম হওয়ায় তিনি পাটন-যাত্রার প্রস্তাব করিলেন। ক্লাইবও অবসয় বুঝিয়া পূৰ্ব্বপ্রতিশ্রুত টাকার দাবী করিয়া বসিলেন। ক্লাছবের আগ্রহাতিশয্যে বাধ্য হইয়া মীরজাফর দুল্লভরামকে ডাকিলেন । ক্লাইবের অনুরোধপত্র পাঠয়া রায়দুল্ল ভ সদলে উপনীত হন্তলেন । ইংরাজপক্ষের প্রাপ্য ২৩ লক্ষ ও পরবর্তী কিস্তির ১৯ লক্ষ টাকার জন্ম তস্থার ব্যবস্থা হইল। এই সময়ে কলিকাতার দক্ষিণে কোম্পানীর জমিদারীর জন্তও ফরমান প্রদত্ত হয় । রামনারায়ণকে পদচ্যুত করিয়া স্বীয় সহোদর মীর কাজেম থাকে বেহারের রাজ্যভার অর্পণ করাই মীরজাফরের অভিপ্রায় ছিল, কিন্তু দুল্ল ভরামের পরামর্শানুসারে ক্লাইব নবাবকে বুঝাইলেন যে,রামনারায়ণের সেনাদল অল্প নহে,অযোধ্যার নবাবের সাহায্যলাভের জন্ত তিনি প্রাণপণে চেষ্টা করতেছেন, ইহার উপর যদি মহারাষ্ট্ৰীয়গণের সাহায্য পান,তাহ হইলে সমূহ বিপদের সম্ভাবনা । আর যদি ফরাসী দল আসিয়া উপস্থিত হয়, তাছা হইলে ইংরাজ-দলকে আত্মরক্ষার্থ কলিকাতায় প্রত্যাবৃত্ত হষ্টতে হইবে । সুতরাং কালক্ষেপ করিয়া নুতন বন্দোবস্তের চেষ্টার পরিবর্তে উভয়ের মধ্যে মিলনই যুক্তিযুক্ত। ক্লাইবের পরামশের উপযুক্ত প্রত্যুত্তর না পাহয়। অগত্য। মীরজাফর মিলনপ্রস্তাবেই সম্মত হইলেন । অতঃপর সৈন্তসহ মীরজাফর পাটনা যাত্রা করিলেন। সৰ্ব্বাগ্রে সদলে ক্লাইব, মধ্যে ১০ সহস্ৰ সেনাসহ রাজা দুল্ল ভরাম ও সঞ্চ পশ্চাতে ৪০ হাজার সৈন্ত মহাসমারোহে,পাটনা অভিমুখে অগ্রসর হইল। রামনারায়ণ পুবেই আত্মরক্ষার বন্দোবস্ত করিয়াছিলেন । ক্লtহবের মিলনাত্মক পত্র পাইয়াই ভিন প্রথমে ক্লাইব ও পরে ওয়াটুদের সহিত নবাবের নিকট আসিয়া সাক্ষাৎ করিলেন । এই সময়ে মরাঠা দলপতিগণের প্রেরিত লোক পাটনায় আসয় ২০ লক্ষ টাক। বাঙ্গালার চোখের জন্ত দাবী করিল। অর্থশূন্ত নবাব এই কারণে শীঘ্রই রামনারায়ণের স{হত মিলন-সাধন করিতে বাধ্য হইলেন। রামনারায়ণ নবাবশিবিরে উপনীত হইয়। সমুচিত সন্মান প্রদর্শন করিয়াছিলেন । পাটনায় মীরজাফর খার দরবার বসিল । মীরণ নামে নবাব রহিলেন । রামনারায়ণ ডেপুটী নবাবপদে স্থায়ী থাকিয় নবাবের নিকট হইতে বহুমূল্য খেলাং উপহার পাইলেন। এই উপলক্ষে বাকী টাক। প্রভৃতি উল্লেখে র্তাখাকে প্রায় ৭ লক্ষ টাকা দিতে হইয়াছিল । ১৭৫৯ খৃষ্টাব্দে শাহাজাদ। বঙ্গাক্রমণ মানসে বেছার সীমাত্তে আগমন করেন। শাহজাদ ফরাসী সেনানী লাকে ছত্রপুর