পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামনারায়ণ হইতে সাহায্যাৰ্থ আহবান করিলেন । বেহারের ডেপুটী নবাব রামনারায়ণ এক্ষণে বিষম সমস্তায় পড়িলেন। নবাবী সৈন্তু বা ইংরাজসৈন্ত তখনও মুশিদাবাদ হইতে নিষ্ক্রান্ত হন নাই। নবাব পক্ষ জয়ী হটলে তাহার সমূহ বিপদ ঘটিতে পারে এই আশঙ্কায় তিনি শাহাঙ্গাদার সহিন্ত সম্মিলিত হইতে সাহস করিলেন না। উভয় সঙ্কটে পড়িয়া তিনি পাটনা-কুঠীর মধ্যক্ষ অামিয়টের সহিত কৰ্ত্তব্য স্থির করি বার জন্য গমন করেন। পরামর্শে স্থির হইল, ইংরাজু-সৈন্স না আগ পর্য্যন্ত তিনি মিলনের প্রস্তাব পঠাইয়। শাহজাদাকে প্রবোধ দিতে থাকুন, পরে যাহা ভাল বোধ হয় করবেন। চলিতে লাগিল । এই রূপ ভাবে কার্যা তিনি শাহজাদার শিবির পর্যন্ত গিয়া লগু ও স্বীকারের উদ্যোগ করিতেছেন, এমন সময়ে শাহজাদার দল পাটনা অবরোধ করিল। রামনারায়ণ উপায়াস্তুর না দেখিয়া ভাররুদ্ধ করিয়া নগর রক্ষার আয়োজন করিতে লাগিলেন । এ দিকে সন্ধির প্রস্তাব চলিতে লাগিল। বঙ্গ হইতে সীহয্যাৰ্থ সৈন্তাগমন সংবাদে উৎফুল্ল হইয়া তিনি নগররক্ষার্থ শাহজাদ শাহ আলমের বিরুদ্ধে যুদ্ধারম্ভ করিলেন। বাদশাহী দল নগর আক্রমণে বিশেষ কৃতিত্ব দেখাহন্তে পারেন নাই । শাহাজাদা এক্ষণে অর্থাভাবে বিপন্ন, সৈন্যদল তাহাকে পরিত্যাগ করিয়া পলাইতেছে দেখিয়া,তিনি কিছু অর্থ প্রদান করিলে এ প্রদেশ ছাড়িয়া যাঠবেন এই মৰ্ম্মে ক্লাইবকে পত্র লিখিলেন । তদনুসারে মারণকে ভুলাই য়ু পাটনায় পাঠাছয়া ক্লাইব ও রামনারায়ণ জমিদারবর্গের সহিত সমুদয় বন্দোবস্ত স্থির করিলেন। শাহাজাদার নিকুট ১• সহস্র মুদ্র প্রেরিত হইল। অনম্বর সমস্ত ব্যবস্থা করিয়৷ ১৬৫৯ খৃষ্টাব্দের জুন মাসে ক্লাইব কলিকাতায় ফিরিলেন । ১৭৬১ খৃষ্টাব্দে শাহ আলম দ্বিতীয়বার বাঙ্গালী আক্রমণে উদ্যোগ করিতে লাগিলেন । ডপুটী নবাব রামনারায়ণ ইংরাজদলের সঠুিত বঙ্গীয়সৈন্তের আগমনে কতক আশ্বস্ত হইয়া আত্মরক্ষার উপায় ও স্বীয় সেনাদলের সংস্কার সাধনে মনোনিবেশ করিলেন । ১৯ এ জানুয়ারী বঙ্গীয়সৈন্ত শাকড়ীগাণীতে আসিয়া উপনীত হইলে নবীন বাদশাহ পাটনার নিকটবর্তী হইলেন । রাজা রামনারায়ণ ও বিশেষ দক্ষতার সহিত কাৰ্য্য পরিচালন করিতেছিলেন। তিনি জমিদারৰৰ্গকে সদলে আহবান করিয়া ও নূতন সেনাদল সংগ্ৰহ করিয়৷ পাটনার বহির্ভাগে যুদ্ধার্থ প্রস্তুত ছিলেন। কেবল নবাবের আদেশ মত ৰঙ্গীয়সৈন্তের আগমন পৰ্য্যস্ত কালক্ষেপ করিতেছিলেন । কিন্তু প্রতিদিন উভয় সৈন্সের মধ্যে থগুযুদ্ধ 5णि८ठझिण । ब्रश्मि पैं। cब्रांश्णिtब्र अषौनथ् अ3|श्रृंiभौ वत्रीब [ 8-૧ ] রামনারায়ণ BDDDDB BBB BBB DmD SBBB BBBS DDS রামনারায়ণ ৯ই ফেব্রুয়ারী মসিম্পুরের বিস্তীর্ণ প্রাস্তরে স্বীয় সৈন্যদলকে অগ্রসর হইতে আদেশ দেন। প্রচও যুদ্ধের পর রামনারায়ণ পরাভূত হঠলেন। শাহ আলমের পক্ষে লীলার খ ও আসালং খ যুদ্ধে নিহত হন। জমিদার পালোয়ান সিংহ ও অপর দু’একজন পুৰ্ব্বেই বাদশাহ পক্ষে যোগদান করিয়াছিল, কেহ বা রণক্ষেত্র হইত্তে পলায়ন করিল। রহিম খাঁ ও রাজ মুরলীধর কামগার খার विक्रtश यूक रुब्रिग्र! दमौ श्न ७२१ द्राणां ब्रामनाम्राग्ननं কামগারের বর্ষাঘাতে আহত কষ্টয়া হস্তিপকের কৌশলে নগর wমধ্যে পরিচালিত হন ও তথায় আশ্ৰয় লাভ করেন। যুদ্ধের শেষাবস্থায় রাজার সাহায্যাথ অগ্রসর হইয়। কাপ্তেন কক্রেন প্রভৃতি ক একজন ইংরাজসেনানী নিহত হন । যুদ্ধ-জয়ের পর বাদশাহ হতব্যক্তিগণের কবর দিবার আদেশ দেন, এই বিলম্বহেতু পাটনানগর রক্ষা পায়। রামনারায়ণ আহত হইলেও এই সময়ে যথেষ্ট ক্ষি প্রকারিতার সঠিত নগর রক্ষার বন্দোবস্ত করিতে লাগিলেন ও স্বয়ং অস্থিত বলিয়া বাদশাহের নিকট উপস্থিত হইতে অক্ষম জানাইয়া সন্ধির প্রস্তাব পাঠাইলেন। বাদশাহীদল কএকদিন নগরের চতুষ্পার্শ্ব লুণ্ঠন করিয়া অবশেষে নগর লুণ্ঠন আরস্ত করিল । এবার পুর ইষ্টতে নগররক্ষার বন্দোবস্ত করার রাজ রামনারায়ণ ৰাদশাৰ , কত্ত্বক পাটন। অবরোধ হইতে পরিমাণ পান। সমবেত বঙ্গাঙ্গ সেনাদলের সহিত যুদ্ধে বাদশাহী সেনাদল পরাভূত হইল । নবাব মীরকাসিম বাঙ্গালার মসনদে উপবিষ্ট হইয়া রাঞ্জ কৰ্ম্মচারিগণের নিকট হইতে অর্থসংগ্রহের ব্যবস্থা করিয়াছিলেন। রামনারায়ণের অতুল ঐশ্বৰ্য্যের কথা শুনিয়া নুতন নবাধের অর্থপিপাস৷ বন্ধিত হইল । তিনি তাহার ভাণ্ডার হস্তগত কfরবার উপায় দেপিতে লাগিলেন । বাদশাহ চলিয়া গেলে মীরকাসিম রামনারায়ণের নিকট হইতে বেহারপ্রদেশের সমগ্র হিসাব চাহিয়া বসিলেন । রামনারায়ণ পদচ্যুত হইলে নবাৰীপদ পাইবার আশার রাজবল্লভ নৰাবের অগুগত হঠয় হিসাবনিকাশ পরিদর্শনের কার্য্যভার লইলেন । কুটনীতিজ্ঞ রাজা রামনারায়ণ নালা ছলে বিলম্ব করিতে লাগিলেন। ইত্যবসরে তিনি ইংরাজসেনাপতিদ্বন্ধকে স্বপক্ষে আনিতে চেষ্টা করিতেছিলেন, ক্লাইবের সহিত বন্ধুত্ব স্মরণ করিয়া ভান্সিটার্ট কর্ণেল বুটকে পাটনা-গমনকালে হিসাব নিকাশের প্রতি লক্ষ্য রাথিতে উপদেশ দেন। সেনাপতিদ্বন্ম ब्राभनाच्न प्र५ क नयाt१च्न प्ले९ीफून ह३८७ इक्र। कब्रिपाप्र পক্ষেই সহায়ত কল্পি8াছিলেন ।