পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামমোহন রায় [ 6-8 ) রামমোহন রায় । রামমোছন এই সংবাদে বিশেষ আলোধিত হন এবং ডফ, সাহেবকে বিদ্যালয়স্থাপনাৰ্থ ব্রাহ্মসমাজের গৃহ ছাড়িয়া দেন । পরে নিজের নিৰ্ম্মিস্ত নুতন গৃহে সমাজ স্থাপিত হইলে তিনি কমলবস্থর বাট ৪০ টাকায় স্কুলের জন্য ভাড়া করিয়া দেন। স্কুলের ছাত্রসংখ্যা বৃদ্ধি করিয়া দিতেও তিনি বিশেষ পরিশ্রম স্বীকার করিয়াছিলেন । এতদ্ভিন্ন তিনি নিজেও একট ইংরাজী স্কুল স্থাপন করিয়াছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ঐ স্কুলে প্রথমে ইংরাষ্ট্ৰী অধ্যয়ন করিয়াছিলেন। আরও অনেক ভদ্র ও সম্রাস্তবংশীয় বালকের ঐ বিদ্যালয়ে পাঠ कब्रिटडन। সাধারণ পাঠ্য বাঙ্গাল গ্রন্থ সৰ্ব্বপ্রথমে তিনিই প্রচার করেন। ১৭৯৯ খৃষ্টাব্দেই তাহার প্রথম গদ্য রচনার কাল, কিন্তু তাঁহা মুদ্রিত ও প্রকাশিত না হওয়ায় জনসমাজে প্রচারিত হয় নাই । ১৮১৫ খৃষ্টাব্যে তিনি সাধারণ পাঠ্য গদ্যগ্রন্থ প্রকাশ করিয়াছিলেন । তিনি প্রথমে স্বীয় গ্রন্থে কম, সেমিকোলন প্রভৃতি ব্যবহার করিয়াছিলেন। তখন গদ্য পাঠ লোকের প্রায় তানভ্যস্ত ছিল। কিরূপে গ্ৰন্থপাঠ করিতে হইবে, তাহার প্রণালী তিনি স্বয়ং লিখিয়া গিয়াছেন । ১৮২৬ খৃষ্টাথে যুরোপীয়দিগের বঙ্গ ভাষাশিক্ষার সাহায্যার্থ তিনি ইংরাজী ভাষায় এক বাঙ্গালী ব্যাকরণ প্রস্তুত করেন। পরে তিনি ঐ ব্যাকরণের আদশে অথবা উহার অনুবাদ করিয়৷ এক ‘গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন । উহা উৎকৃষ্ট বোধে সৰ্ব্বসাধারণে গৃহীত হইয়াছিল। এতদ্ভিন্ন তিনি বাঙ্গালায় জ্যাওlাহী ( ইং Geography শব্দের অপভ্রংশে ) নামে ভূগোল, থগোল (Astronomy) s witsoso (Geometry) fosqātfocola, ঃখের বিষয় এক্ষণে আর ঐ গ্রন্থ সকল পাওয়া যায় না। পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, রামমোহন রায় মাতাকর্তৃক এক সময়ে পিতৃগৃহ হইতে সপুত্র বংিস্কৃত হন। তিনি প্রথমে রাধানগরের নিকটবর্তী রঘুনাথপুরে ঘাইয়া বাট নিৰ্ম্মাণ করেন, পরে কলিকাতায় আসিয়া বাস করিয়াছিলেন । রঘুনাথপুরের বাটীতে র্তাহার কনিষ্ঠ পুত্র রমা প্রসাদের জন্ম হয় । তখন উtহার জ্যেষ্ঠপুত্র রাধা প্রসাদের বয়স ২১ বৎসর । উtছার মাতার সহিত অসম্ভাব দীর্ঘকাল স্থায়ী হয় নাই। কিছুকাল পরে তাহার মাত সমস্ত জমিদারী রামমোহন, জগন্মোহন ও রামলোচনের পুত্রপৌত্রদিগকে বিভাগ করিয়া দিয়া জগন্নাথবালী ছন । সেখানে এক ৰৎসয়কাল থাকিয়া পরে তাহার মৃত্যু घd । देशव्र किहूमिम भtब्रहे ब्रामरथाश्नब्र मशमात्रौ €ीमउँौ দেৰী লোকান্তরিত হন। তিনি পত্নীর পীড়ার সংবাদ পাইন্ধাই পুত্র রাধাপ্রসাদকে কৃষ্ণনগরে পাঠাইঃ দেন এবং বলিয়া দেন যে, যদি তোমার মাতায় পীড় কঠিন ও তাছাকে মৃত্যু মুখে পতিত দেখ, তাহ হইলে আমাকে সংবাদ দিও, কদাচ মুখাগ্নি করিও মা । সংবাদ পাষ্টয়া তিনি কৃষ্ণনগরে গমন করেন ও তথায় পরলোকগত পত্নীয় চিতার উপর দাম্পত্যপ্রণয়ের নিদর্শন স্বরূপ একটী স্তম্ভ নিৰ্ম্মাণ করাইয়া দেন। বহুদিন হইতে রামমোহন বিলাতগমনের বলবতী ইচ্ছ। পোষণ করিয়া অভ্যালিতেছিলেন । এই সময়ে সাংসারিক বিপর্য্যয়ে তাহার চিত্ত অধিকতর অশাস্ত হইয়া উঠিল। তিনি বিলাতযাত্রার জন্ত প্রস্তুত হইলেন। রামমোহন বিলাত যাইবেন শুনিয়া দেশময় ঘোর আন্দোলন চলিতে লাগিল । তৎপুৰ্ব্বে কোন হিন্দুসস্তানই জাহাজে উঠিয়া ম্লেচ্ছদেশে যাত্র করেন নাই। কেবল যুরোপের প্রাকৃতিক সৌন্দৰ্য্য সন্দর্শন বা তথাকার আচার ব্যবহার, ধৰ্ম্ম ও রাজনৈতিক অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করিতেই যে তিনি যুরোপ যাত্রা করিয়াছিশেন, এমত নহে। তাহার এই সমুদ্রযাত্রার আরও কয়ট কারণ ছিল। ইষ্টইণ্ডিয়৷ কোম্পানীর নুতন সনন্দবলে ভারতবর্গের ভাবী রাজ্যশাসন ও ভারতবালিগণের উপর গবমেন্টের ব্যবহার বহুকালের জন্য স্থিরীকৃত হইবে বিচার করিয়া তিনি তদ্বিষয়ে আন্দোলন করিবার নিমিত্ত এবং সতীদাহনিবারণের বিরুদ্ধে প্রিভিকোন্সিলে আপীল শুনা হইবে জানিয়া তিনি ইংলণ্ড যাইতে উদ্যোগী হন। এই সময়ে উক্ত ইষ্টইণ্ডিয়া কোম্পানী দিল্লীর সম্রাটুকে ক একটী বিষয়ে স্বাধিকারচু্যত করাতে,তিনি ইংরাজ- . কোম্পানীর অন্যায় অত্যাচার-কথা ইংলণ্ডের রাজকৰ্ম্মচারীদিগের নিকট আবেদন করিবার করিয়া রামমোহনকে দুতরূপে ইংলণ্ডেশ্বরের সভায় প্রেরণ করেন। এই সুযোগে দিল্লীশ্বরের সাহায্য লাভ করিয়া তিনি উৎফুল্ল হৃদয়ে ১৮৩১ খৃষ্টাব্যের নবেম্বর মাসে ইংলও যাত্র করিলেন। দিল্লীর বাদশাহ তাহাকে সনন্দ দ্বার রাজ উপাধি দান ও র্তাহার পক্ষ হইতে আবেদন করিবার যথোপযুক্ত ক্ষমতা প্রদানপুৰ্ব্বক স্বয়ং তাহার ব্যয়ভার বহন করিয়াছিলেন। বাদশাহের সাহাষ্য না পাইলে তাহার বিলাতগমন কঠিন ঘটিত কি না সমোহ । উক্ত বর্ষে ১৫ই নৰেম্বর সোমবার স্বীয় পালিত পুত্র রাজারাম, রামরত্ন মুখোপাধ্যায় ও রামহরিদ্বাসকে সঙ্গে লইয়। তিনি আলবিয়ন নামক জাহাজে আরোহণ করেন। বিলাত স্বাত্র কালে অধিকাংশ সময় তাহারা স্বতন্ত্র রন্ধন করিয়া নিজের ঘরে অtহার করিতেন । দুগ্ধের সুবিধার্থ ভtহারা একটা কুখ दउँौ श्रीडौ गान गहेब हिरणन । जाशथ <बूषॆाण बन्नरब्र गश्त्र