পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুষিয়া [ ৬৫৩ ] রুষিয়া ইবান ও রিউরি নামক দুই পুত্র রাখিয়া যান। সেই মহিলা রাজ্যশাসনে অতি বুদ্ধিমত্তার পরিচয় দিয়া গিয়াছেন। কেহ কেহ বলেন ষড়যন্ত্রকারীর বিষপ্রয়োগে ১৫৩৮ খৃষ্টাবে সেই বুদ্ধিমতী মহিলার জাবলীলা শেষ হয়। বালক রাজকুমারদ্বয় গুইস্কি ও বেলস্কি প্রভৃতির প্রধান রাজপুরুষবর্গের কবলে পতিত হইলেন। ১৫৪৩ খৃষ্টাকে ত্রয়োদশ বর্ষ বয়ঃক্রম কালেষ্ট ইবা এই ষড়যন্ত্রীদিগের প্রভাব খৰ্ব্ব করিবার জন্ত প্রথমেই কুকুর দ্বারা গুইস্কির দেহ ধও বিখও করিলেন। এইরূপে স্বাধীনতার পরিচয় দিয়া তিনি শত্রুদিগকে বিচলিত করিয়াছিলেন। ১৫৪৭ খৃষ্টাব্দে তিনি জার উপাধি গ্ৰছ+ পূৰ্ব্বক রাজমুকুট শিরে ধারণ করিলেন। তৎপূৰ্ব্বে আর কেহ ‘জার’ উপাধি ধারণ কুরেন নাই। লাটিন সিজার ( Caesar ) অর্থাৎ কেশরী শব্দ অপভ্রংশে শলভ-ভাষায় জায় বা ৎসার । ইহার পর তিনি বীরমহিলা অনাস্কাসিয়া রোমানোবার পাণিগ্রহণ করেন। ঐ বর্ষেই মস্কেী সম্বরে ভীষণ অগ্নিকাণ্ড ঘটিয়াছিল। সাধারণের বিশ্বাস যে, ইবনের মাতুলবংশ গ্লিনাস্কিগণ কর্তৃক এইরূপ অনর্থ ঘটিয়াছিল এই বিশ্বাসে তাছার গ্লিনাস্কি পরিবারের একজন প্রধান ব্যক্তিকে মারিয়া ফেলে। তৎপরে রুষপতি ইবান সিলভেণ্ঠার ও আলেক্সিস্ আদাসেফ নামক পুরোহিতদ্বয়ের পরামশে ও আপনার মনোরম পত্নীর মন্ত্রণাগুণে রাজ্যের মুথসমৃদ্ধি বিধানে মনোযোগী হইয়াছিলেন । এই সময়ে তাহার যত্নে তাহার পিতামহের প্রচারিত সুদেবণিক্‌ নামক আইন পুস্তকের নূতন সংস্করণ ও স্তোগলফ অর্থাৎ শত অধ্যায় ললিত আইনু পুস্তক প্রকাশিত হয়। ১৫৫২ খৃষ্টাব্দে তিনি কাজান ও তাহার দুইবর্ষ পরে অস্ত্রাধানের অধিপতি হইলেন। মোগলরাজশক্তি এই সময়ে প্রায় চুর্ণ বিচুর্ণ হইয়া যায় । দক্ষিণ ও পূৰ্ব্বে এইরূপে বিজয়লাভে উদ্দীপ্ত হইয়া পশ্চিম অধিকার বিস্তারে মনোযোগী হইলেন। স্বছডিল ও টিউটনিক সামস্তগণের সহিত ভাহার সংঘর্ষ উপস্থিত হইল। কয়েকজন বৈদেশিক স্বাধরকে আনাইবার জন্ত জম্মণিতে লোক পাঠান, কিন্তু জৰ্ম্মণের। তাছার প্রতিবন্ধকতা আচরণ করায় তিনি জৰ্ম্মণদিগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন। ১৫৫৮ খৃষ্টাৰে কৰবাহিনী লিবোনিয়া আক্রমণ করিল। কতকগুলি নগর অধিকার করিয়া বলিল । জন্মণশাসনকর্তা পোলওয়াজ সিজিদমন অগষ্টাসের সহিত যোগদান করিল। যখন রুষসেনাদল বিদেশে এইরূপ যুদ্ধবিগ্রহে লিপ্ত, সেই সময়ে ক্লৰপতি ইবান সিলভেষ্টার ও আদাসেফের কৰ্ম্মে বিরক্ত হৰয় তাহাদিগকে নিৰ্ব্বাসিত করিলেন । এই সময়ে কুমার ΧΙV t8 জানুক্র কুরবন্ধি পোলদিগের সছিত যুদ্ধে পরাস্ত হইয় রাজভয়ে পোলণ্ডে গিয়া আশ্রয় লয়েন। পোলওপতি তজ্জন্ত রুষরাজকে ভৎসনা করিয়৷ এক পত্র পাঠান। ১৫৬৪ খৃষ্টাৰে ডিসেম্বর মাসে ইবান মস্কোনগরের নিকটবৰ্ত্তী আলেকসান্দ্রোবন্ধ পল্লীতে কয়েক জন অন্তরঙ্গ বন্ধুসহ গিয়। বাস করিলেন । র্তাহার তোষামোদকারিগণ ভাবিলেন যে, রাজা বুঝি তাহাদিগকে ছাড়িয়া গেলেন । তাছার সকলে গিয়া অনেক উপরোধ অনুরোধের পর রাজাকে রাজধানীড়ে ফিরাইয়া আনিলেন । রুষপতি প্রাসাদে ফিরিলেন বটে, কিন্তু তিনি অপরিচুনিক নামক কতকগুলি শরীর রক্ষী নিযুক্ত করিলেন । তাছাদের দ্বারা রুষপতি প্রজাগণের উপর অতিশয় অস্থায় ব্যবহার ও অত্যাচার করিতে লাগিলেন। এই সময়ে মস্কেীএর আর্চবিদফ ফিলিপের হত্য, তাহার ভ্রাতৃবধু আলেকজান্দ্রার প্রাণদও ও নবোগোরদের নাগরিকদিগের উপর নৃশংস আচরণে সমস্ত রুবিয়া বিচলিত হইয়াছিল। এই সময়েই তিনি মস্কেীসইরে মুদ্রাষন্ত্র স্থাপন করেন। - উক্ত হবানের রাজত্বকালে ইংরাজঞ্জাতির সহিত রুধিয়ার সংস্রবণুধটে। ১৩৫৩ খৃষ্টাব্দে ইংলণ্ডপতি চতুর্থ এডবার্ডের রাজত্বকালে চীন ও ভারতে যাইবার পথ বাহির করিবার জন্স উইলোবির তত্ত্বাবধানে তিনথানি জাহাজ প্রেরিত হয়। উইলোবি ও তাহার নাবিকদল তুষার মধ্যে মানবলীলা সম্বরণ করে। একমাত্র চানসেলার শ্বেতসাগর দিয়া নিরাপদে রুষরাজসভায় উপস্থিত হন। ইবান তাহাকে অতি সমাদরে গ্রহণ করেন এবং রুষরাজ্যে কুঠাথাপনের ও বাণিজ্য করিবার অধিকার প্রদান করে । তৎপরে ইবান্‌ টিউটনিক সামন্তগণের সহিত বাটিক প্রদেশে অনবরত যুদ্ধ করিতে থাকেন । তাছার অত্যাচারে ঐ প্রদেশ জনমানবশূন্ত ও নরপিশাচের রঙ্গভূমি হইয়াছিল। ১৫৭১ খৃষ্ঠাকে ক্রিমিয়া হইতে মোগলের আসিয়া পুনরায় রাধরাজ্য আক্রমণ এবং মস্কে নগরে অগ্নিদান করিয়া বিশেষ ক্ষতি করিল । ১৫৭২ খৃষ্টাব্দে পোলগুপতি গিজিস্মন অগষ্টাসের মৃত্যু হইলে তাহার কোন বংশধর ন৷ থাকায় উত্তরাধিকার লইয়। বিষম গোলযোগ উপস্থিত হয় । এই সময়ে ইৰান পোলণ্ডের অধিকারী হইবার চেষ্টা করিতে লাগিলেন। অবশেষে ষ্টেফেন বাটোরি পোলণ্ডের রাজপদে নিৰ্ব্বাচিত হইলেন । বৃদ্ধ ইবান্‌ তাহার প্রতিদ্বস্থিত। করিতে সমর্থ হলেন না। তিনি লিবোনিয়ায় জয়াশী পরিত্যাগ করিয়া চলিয়া আসিলেন। অতঃপর শ্বেরমাঙ্ক নামক একজন