পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उब्राहे cमहे नॐ gणिहे अवfांश्ऊ ब्रश्नि ; ८कवणमांक ३५ब्रांछन्नयtभंप्ले তরাই এর যে অংশ প্রাপ্ত হইয়াছিলেন তাহার কতকাংশ নেপাল দরবার ফেরত পাইলেন, অযোধ্যার প্রান্তবর্তী তরাইএর অংশ অযোধ্যার নবাব এবং মেচি ও তিস্তানদীর মধ্যবর্তী ক্ষুদ্র অংশ সিকিমের রাজীকে প্রদত্ত হইল । শারদীনদীর সমীপবৰ্ত্তী তরাইভূমি জঙ্গল পরিপূর্ণ। এ অঞ্চলে আজ পর্যন্ত উপযুক্ত আবাদ করা হয় নাই । শীতকালে কয়েকমাস এ প্রদেশের প্রাস্তুরে গৃহপালিত পশুগণ ঘাস থায় । কিন্তু এ স্থানে ব্যান্ত্রের প্রতাপ অতিশয় প্রবল । রক্ষকগণের একান্ত সতর্কত স্বত্ত্বে ও ,ব্যাঘ্র অসংখ্য গো, মহিষের প্রাণবধ করে । দিনের বেলা ও বাঘে গৃহপালিত পশুদিগকে আক্রমণ করিতে কিছুমাত্র সঙ্কুচিত হয় না । স্থানীয় ব্যাঘ্রগুলি এত ভয়ানক যে, রাখালগণ ইহাদিগকে বাধা দিতে সাহসপূৰ্ব্বক অগ্রসর হইতে পারে না। এই প্রদেশে অনেকগুলি ঝিল ও জলাভূমি আছে । এইগুলি আবার বিবিধ ভূণে আচ্ছাদিত । বামণিয়া তালই অধিক পরিমাণে দেখা যায়। ইহার মধ্যেই ব্যাঘ্রগণ লুক্কায়িত থাকে। েজলাভূমিতে থাগড়া ও ঘাসের অংশ অধিক ও ঘন, সেই স্থানে গণ্ডীর বাস করে। সিকিমের তরাইভূমে ধিমল, বোদা এবং কোচ দৃষ্ট হা । তরাই, উত্তর পশ্চিমাঞ্চলে কুমায়ূন বিভাগের অন্তর্গত বুটশ | গবমেন্টের অধীন একটী জেলা। অক্ষা ২৮° ৫০% ৩০% ও ২৯ ২২ ৩• উঃ, এবং দ্রাঘি' ৭৮° ৪৬ ও ৭৯° ৪৭ পূঃ । এই জেলার উত্তরে কুমায়ূন জেলা, পুৰ্ব্বে নেপাল ও পিলিভিত জেলা, দক্ষিণে বরেলি, মুরাদাবাদ ও রামপুর রাজ্য এবং পশ্চিমে বিজনেীর। জেলার প্রধান সহর কাশীপুর, কিন্তু গ্রীষ্মকালে জেলার কর্তৃপক্ষীয় য়ুরোপীয় কৰ্ম্মচারিগণ নৈনিতালে অবস্থিতি করেন । বৈশাখের শেষ হইতে কাৰ্ত্তিক মাস পর্য্যস্ত নৈনিতাল তরাইএর প্রধান সহরে পরিণত হয় । তরাই জেলা হিমালয়ের পাদদেশে পূৰ্ব্ব ও পশ্চিমদিকে প্রায় ৯• মাইল বিস্তৃত । ইহার বিস্তীর গড়পড়তা ১২ মাইল। কুমায়ুনের জনশূন্ত বনপ্রদেশে কতকগুলি নিৰ্ব্বর আছে । এই নিঝর-নিঃস্থত জল নানাদিক্ হইতে একত্র হইয়া বহুসংখ্যক নদীর আকারে তরাই জেলার সর্বত্র প্রবাহিত হইয়াছে। তরাই এর দক্ষিণপূৰ্ব্বকোণে প্রতি মাইলে ১২ ফিটু ঢালু। উক্ত নদীগুলির তটদেশ সাধারণত: অসমান এবং নদীগর্ভস্থ স্তরগুলিও জলাময়। তৃণময় প্রাস্তরের উপর দিয়া এই নদীগুলি চলিয়া গিয়াছে। নিম্নস্থ পাহাড় প্রদেশ হইতে যে নদীগুলি উত্থিত হইয়াছে, তাহদের মধ্যে [ & १२ ] ऊब्रारै ननिश्ननैौ *ांब्रन नगौब्र गहिङ भिलिब्रां८छ् ।। ७हे ८छलांब्र ८नeहाँ নদীই সৰ্ব্বাপেক্ষ বৃহৎ পিলিস্তিত্তের নিকটবর্তী স্থান ব্যতীত এই নদীর উপর দিয়া নৌকায় যাতায়াত করা যায় না। গুর্থী নদী বর্ষাকাল পরেই শুকাইয়া যায় । কিচহা নদীর জেtয়ার অতিশষ্ট্র প্রবল। কুশি নদী কাশীপুর পরগণায় প্রবাহিত । কিচহা ও কুশিনদীর উৎপত্তি স্থলের মধ্যে পহ, ভকরা, ভেীর এবং দবকী নদী ভিন্ন ভিন্ন দিকে চুলিয়া গিয়াছে। সকল নদীই শেষে রামগঙ্গায় পতিত হইয়াছে । হাতি, বাঘ, डब्रुक, डिादाष, शत्यन, ८नक्रस्त्रताप, শূকর, বিবিধ প্রকার হরিণ প্রভূতি বস্তজন্তু এই স্থানে পা ওয়া যায় } অতি প্রাচীন কালাবধি তরাই নেপালরাজ্যের পাৰ্ব্বত্য প্রদেশের অধীন ছিল । রোহিলাগণ পুনঃ পুনঃ অধিবাসীদিগকে অতিশয় গ্রপীড়িত করিয়া ভুগিয়াছিল। সম্রাটু আকবরের রাজত্বকালে এই প্রদেশের অ{য় ৯ লক্ষ টাকা এবং ইহা ৮৪ ক্রোশ বিস্তুত ধরা হইত ; এই জন্ত তরাইকে তখন নেীলক্ষিয় ও চৌরাশিমাল বলিত । ১৭৪৪ খৃঃ অব্দে ইহার কর ৪ লক্ষ এবং রোহিলাদিগের সময়ে ২ লক্ষ টাকায় পরিণত হইয়াছিল । বরবাইক ও মেবাতিগণ চেীথ আদায় করিতে আরম্ভ করায় এই স্থান দম্য ও পলাতকদিগের আশ্রয়স্থল হইয়া উঠিল । অন্তর্কলহে পাৰ্ব্ব ত্য ব্রাজ্যের অবনতি হইলে কাশীপুরের শাসনকৰ্ত্ত সুযোগ দেখিয়া বিদ্রোহী হইলেন এবং অবশেষে অযোধ্যার নবাবকে তরাই প্রদেশ সমর্পণ করিলেন । ১৮৯২ খৃঃ অব্দে যখন রোহিলখণ্ড ইংরাজদিগের হস্তগত হয়, তখন নন্দরামের ভ্রাতুপুত্র শিবলাল এই রাজ্যের ইজারাদার ছিলেন। তরাইএর মাম্রকুঞ্জ, কুপ প্রভৃতি দেখিলে প্রতীতি হয় যে, এই প্রদেশ এককালে সমুন্নত ছিল। বুটশগবমেন্টের অধীনে এই প্রদেশের অনেক উন্নতি সাধিত হইয়াছে। প্রথম প্রথম গবমেণ্ট এই স্থানের প্রতি বিশেষ মনোযোগ প্রদান করেন নাই । ১৮৫১ খৃঃ অদ হইতে তরাই প্রদেশে বাধ ও জলসেচন কার্য্যের মুনীর বন্দোবস্ত করা হইয়াছে। ১৮৬১ খৃঃ অন্ধে তরাই জেলার স্বষ্টি এবং ১৮৭০ অব্দে ইহা কুমায়ুন বিভাগের অন্তভুক্ত হওয়ায় তরাই আশ্চৰ্য্য উৎকৰ্ষ লাভ করিয়াছে। থারু ও ভূক্ষ্যগণ এই প্রদেশে সৰ্ব্বদা বাস করে। অপরাপর অধিবাসিগণ বিশেষ বিশেষ সময়ে তরাই হইতে অন্যত্র চলিয়া যায়। থারু ও ভূক্ষাগণ আপনাদিগকে রাজপুত ংশোৎপন্ন বলিয়। পরিচয় দেয় । এই স্থানে একপ্রকার ংক্রামক রোগ জন্মে। এই রোগে আক্রান্ত হইলে প্রায়ই