পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৫৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তললোক ছিলেন এবং মল্লিদিগকে পরাজিত করিয়া এই প্রদেশ অধিকার করেন। এই প্রদেশ একবার মাহ্মদের হস্তগত হয়। তৈমুর ভারতে আসিয়া তলম্ব লুণ্ঠন ও অধিবাসীদিগকে হত্য করিলেন । কিন্তু দুর্গট নষ্ট করেন নাই । তলম্বে অনেক ধ্বংসাবশেষ দৃষ্ট হয়। কথিত আছে, মাহ্ম, লঙ্গের সময়ে ( ১৫১০-১৫২৫ খৃঃ অব ) চন্দ্রভাগ নদীর গতি পরিবর্তিত হওয়ায় এই স্থান পরিত্যক্ত হইয়াছে। এখানকার বিস্তীর্ণ ধ্বংসাবশেষ একটী নগরের স্তায় ; দক্ষিণদিকে উচ্চ দুৰ্গদ্বারা সুরক্ষিত। বর্হিভাগের কর্দমপ্রাচীর ২৭০ ফিটু পুর ও ২০ ফিটু উচ্চ । এই প্রাচীরের উপর প্রায় সমান উচ্চের অপর একটা প্রাচীর দেখা যায়। পূৰ্ব্বে উভয়েরই সন্মুখভাগ বৃহৎ ইষ্টক দ্বারা সমাচ্ছাদিত ছিল। বর্তমান তলম্ব গ্রামে একটী পুলিশ, একটী ডাক-ঘর, একট স্কুল ও একটা সরাই আছে। এগুলি একটী অট্টালিকার মধ্যে অবস্থিত । সহরের প্রায় । মাইল দক্ষিণপশ্চিমে একটা ছাউনি স্থান ও ২ট উত্তম কূপ আছে। তলপরম্ব [ তলিপরম্ব দেখ । ] মাম্রাজ বিভাগে মলবার জেলার একটা সহর । ২ মলবার জেলায় চেরকল তালুকের একটা সহর। কয়, রের (কননোর) ১৫-মাইল উত্তরপূৰ্ব্বে ১২- ২ ৫ - উঃ অক্ষা ; ७ १८*२8° »७7 ભૂઃ দ্রাঘিমায় অবস্থিত । ভিন্ন ভিন্ন ধৰ্ম্মাবলম্বী লোক এই স্থানে বাস করে । হিন্দুর সংখ্যা অধিক । এগানে সল ম্যাজিষ্ট্রেটের কাছারী ও একটা মন্দির আছে । মন্দিরের ছাদ পিত্তল-নিৰ্ম্মিত"। নিকটস্থ বালিপাথরের পাহাড়ে বহুসংখ্যক গুহ কৰ্ত্তিত হইয়াছে। এগুলি দেখিতে অতিশয় | মনোরম ও আশ্চৰ্য্যজনক । তলপেট ( দেশজ ) উদরের নাভিকুণ্ডের নিম্নস্থ অংশ, উদ রের অধোভাগ । তলপেট্যাল ( দেশজ ) নিম্ন হইতে সাহায্যকারী ব্যক্তি । তলপ্রহর (পুং) তলেন প্রহার ৩তৎ। চপেটাঘাত, চাপড় মারা । “তল প্রহরমশনে: সদৃশং ভীমনিশ্বনং।” ( द्रांभां* ७|१७ श्र:) তলভেদ (পুং ) তলস্ত ভেদঃ ৬তৎ । তলা ফুটা হইয়া যাওয়া । তলমীন ( পুং ) তলে জলনিম্নে স্থিতো মীনঃ । জলনিয়স্থিত মৎস্ত, চিঙ্গড়ী মাছ । তলযুদ্ধ (ক্লী) তলন্ত চপেটন্ত আঘাতেন যুদ্ধং। চপেটাঘাত দ্বারা যুদ্ধ বিশেষ, চড়াচাড়। 拳 তললোক (পুং) তলস্থে লোকঃ মধ্যলো"। পাতাল । | : } | [ ¢à • ] उलझल्लग्न তলব (আরবী )[ তলপ দেখ। ] তলচিষ্টা (আরবী) আহ্বানপত্র, আদেশপত্র। তলব (ত্রি ) তলং হস্তাদি তলং বাতি নিহস্তি ব-ক । তল বাস্তকারক । “তা ভাষাননায় তলবং” (যজুঃ ৩-২• ) তলবং তল-বাস্তবাদকং' ( মহীধর ) তলবকার (পুং) ১ সামবেদের শাখাভেদ। ২তলবকারোপনিষদ। তলব, ভাগলপুর জেলার একটা ক্ষুদ্র নদী। এই নদীটী পূৰ্ব্বে অপেক্ষাকৃত বিস্তৃত ছিল । স্থানে স্থানে ইহার প্রাচীন श्रॐ झूठे इञ्च । ७ई शर्ड ०९ श्हेरठ २० ८कहेन थ*ख । দেখিলে বোধ হয় যে, এখন যে স্থান হইতে তিলজুগা নদীতে জল আইসে, পুৰ্ব্বে সেই স্থান হইতে জল নদীতে আসিত । বর্ষাস্তে তলব স্থানে স্থানে শুকাইয়া যায়। নদীগর্ভস্থ শুষ্ক স্থান চাষ করা হইয়া থাকে। এই স্থানে অল্পায়াসেই প্রচুর ফসল জন্মে। এই নদী নিঃশঙ্কপুরকুরা পরগণার পশ্চিমদিকে প্রবাহিত । বর্ষাকালে সোন বর্ষ পৰ্য্যন্ত ২০ • মণ বোঝাই নৌকা এবং বৈজনাথপুর পর্য্যন্ত ৫ • মণ বোঝাই একতা যাতায়াত করিতে পারে। এই নদী পৰ্ব্বান ও লোরনের সহিত মিলিত হইয়াছে। তলবান ( আরবী: ) বাদী প্রতিবাদী বা সাক্ষিদিগের প্রতি শমন বা অন্য কোন আদেশ পাঠাইবার জন্য যে খরচ লাগে । তলবার ( হিন্দী ) { তরবারি দেখ । ] তলবারণ ক্লী) তলে বাহুতলে বারয়তি বারি লুটু। ১ জ্যাঘাত বারণার্থ হস্ততলবদ্ধ বৰ্ম্মভেদ, চামাট । ২ খড়গ । ৩ থাপ । তলসান, বোম্বাই প্রেসিডেন্সির কাঠিয়াবাড় বিভাগে ঝালাবারের একট ক্ষুদ্র রাজ্য। ৪টা পল্লিগ্রাম দ্বারা তলসান রাজ্য গঠিত। ইহার অংশীদার ২ জন । ভূপরিমাণ ৪৩ বর্গ মাইল। রাজস্ব প্রায় ২২৯২০ টাকা। প্রায় ৯১৫ টাকা বৃটিশগবর্মেন্টকে ও প্রায় ১৪০ টাকা জুনাগড়ের নবাবকে কর স্বরূপ দিতে হয়। বোম্বাই, বরোদ ও মধ্যভারতীয় রেলপথের বড়বান শাখার লথতর ষ্টেসনের ১১ মাইল দক্ষিণ-পূৰ্ব্বে তলসান গ্রাম অবস্থিত। প্রতিকনাগের মন্দিরের জন্য এই গ্রামটী বিশেষ প্রসিদ্ধ। কাঠিয়াবাড়ে সর্পপূজার যে সকল নিদর্শন পাওয়া যায় তাহার মধ্যে ইহা একটী । তলসারক (ক্লী) তলে সারে বলং যস্ত বহুত্ৰী কপ্‌। ঘোটকের বক্ষস্থলবন্ধনরজ্জ্ব পর্য্যায়—বক্রপট্ট, তলিক । (ছেম") কোন কোন পণ্ডিতের মতে ঘোটকের অন্নভোজনপাত্র। তলহৃদয় (ক্লী) তলস্ত হৃদয়মিৰ। পদতলের মধ্যভাগ, পায়ের ভেলো । {