এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
> X > সাওতাল মেয়ে যায় আসে সাওতাল মেয়ে শিমুলগাছের তলে কাকরবিছানো পথ বেয়ে । মোটা শাড়ি আট করে ঘিরে আছে তনু কালো দেহ । বিধাতার ভোলা-মন কারিগর কেহ কোন কালো পাখিটিরে গড়িতে গড়িতে শ্রাবণের মেঘে ও তড়িতে উপাদান খুজি ওই নারী রচিয়াছে বুঝি। ওর দুটি পাখা ভিতরে অদৃশ্য আছে ঢাকা, লঘু পায়ে মিলে গেছে চলা আর ওড়া । নিটোল তু হাতে তার সাদারাঙা কয়-জোড়া মাথায় মাটিতে-ভরা ঝুড়ি, যাওয়া-আসা করে বারবার । আচলের প্রাস্ত তার লাল রেখা ফুলাইয়া পলাশের স্পর্শমায়া আকাশেতে দেয় বুলাইয়া।