পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবেদন ধুলার দাবি নাইকো যাহে সে ধন যদি মেলে, সুখ-দুখের সব-শেষের কথা, প্রাণের মণিখনির যেথা গোপন গভীরতা সেথায় যদি চরম দান থাকে, কে এনে দেবে তাকে ? যা পেয়েছিনু অসীম এই ভবে ফেলিয়া যেতে হবে— আকাশ-ভরা রঙের লীলাখেলা, বাতাস-ভরা সুর, পৃথিবী-ভরা কত-না রূপ, কত রসের মেলা, হৃদয়-ভরা স্বপন-মায়াপুর, মূল্য শোধ করিতে পারে তার এমন উপহার যাবার বেলা দিতে পারো তো দিয়ে৷ ষে আছ মোর প্রিয় । ৫ সেপ্টেম্বর ১৯৩৪ [ ১৯ ভাদ্র ’৪১ ]