পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছায়াছবি ছিলাম এই কুলায়ে বসি আপন-মন-গড়া ; হঠাৎ মনে পড়িল তবে এখনি বুঝি সময় হবে, ছাত্রীটিরে দিতে হবে যে পড়া । থামায়ে গান চাহিমু পশ্চাতে , ভীরু সে মেয়ে কখন এসে নীরব পায়ে হুয়ার ঘেঁষে দাড়িয়ে আছে খাতা ও বহি হাতে। করিনু পাঠ শুরু । কপোল তার ঈষৎ রাঙা, গলাটি আজ কেমন ভাঙা, বক্ষ বুঝি করিছে তুরু হুরু। কেবলই যায় ভুলে, অন্ত্যমনে রয়েছে যেন বইয়ের পাতা খুলে । কহিনু তারে, আজকে পড়া থাক্। সে শুধু মুখে তুলিয়া আঁখি চাহিল নির্বাক । তুচ্ছ এই ঘটনাটুকু, ভাবি নি ফিরে তারে । গিয়েছে তার ছায়ামুরতি কালের খেয়াপারে ।