বিষয়বস্তুতে চলুন

পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به وي বিচ্ছেদ তোমাদের দুজনের মাঝে আছে কল্পনার বাধা ; হল না সহজ পথ বাধা স্বপ্নের গহনে । মনে মনে ডাক দাও পরস্পরে সঙ্গহীন কত দিনে রাতে ; তবু ঘটিল না কোন সামান্ত ব্যাঘাতে মুখোমুখি দেখা । দুজনে রহিলে একা কাছে কাছে থেকে ; তুচ্ছ, তবু অলঙ্ঘ্য সে দোহারে রহিল যাহা ঢেকে । বিচ্ছেদের অবকাশ হতে বায়ুস্রোতে ভেসে আসে মধুমঞ্জরীর গন্ধশ্বাস ; চৈত্রের আকাশ রৌদ্রে দেয় বৈরাগীর বিভাসের তান ; আসে দোয়েলের গান ; দিগন্তরে পথিকের বাশি যায় শোনা |