এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিচ্ছেদ مNob উভয়ের আনাগোনা অভিাসেতে দেখা যায় ক্ষণে ক্ষণে চকিত নয়নে । পদধ্বনি শোনা যায় শুষ্কপত্রপরিকীর্ণ বনবীথিকায় । তোমাদের ভাগ্য আছে চেয়ে অনুক্ষণ কখন দোহার মাঝে একজন উঠিবে সাহস ক’রে— বলিবে, "যে মায়াডোরে বন্দী হয়ে দূরে ছিনু এতদিন ছিন্ন হোক, সে তো সত্যহীন । লও বক্ষে ভুবাহু বাড়ায়ে ; সম্মুখে যাহারে চাও, পিছনেই আছে সে দাড়ায়ে।’ দাৰ্জিলিং ১৬ জ্যৈষ্ঠ ১৩৪০