পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

セミ ঈষৎ দয়া চক্ষে তোমার কিছু বা করুণ ভাসে, ওষ্ঠ তোমার কিছু কৌতুকে হাসে, মোনে তোমার কিছু লাগে মৃদু সুর । আলো-আঁধারের বন্ধনে আমি বাধা, আশানিরাশায় হৃদয়ে নিত্য ধাধা, সঙ্গ যা পাই তারি মাঝে রহে দূর । নির্মম হতে কুষ্ঠিত হও মনে ; অনুকম্পার কিঞ্চিৎ কম্পনে ক্ষণিকের তরে ছলকে কণিক সুধা । ভাণ্ডার হতে কিছু এনে দাও খুজি, অন্তরে তাহ ফিরাইয়া লও বুঝি, বাহিরের ভোজে হৃদয়ে গুমরে ক্ষুধা । ওগো মল্লিকা, তব ফাল্গুনরাতি অজস্র দানে আপনি উঠে যে মাতি, সে দাক্ষিণ্য দক্ষিণবায়ু-তরে। তার সম্পদ সারা অরণ্য ভরি— গন্ধের ভারে মন্থর উত্তরা কুঞ্জে কুঞ্জে লুষ্ঠিত ধূলি-পরে।