বিষয়বস্তুতে চলুন

পাতা:বেণীসংহার নাটক.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s বেণীসংহার মাটক। ( পারিপাশ্বিকের প্রবেশ ) পারি –আচ্ছ, এই আমি আরম্ভ করে দিচ্চি। কোন ঋতুর উপযোগী গান হবে বলুন দিকি ? স্বত্ৰ –যে ঋতুতে চন্দ্ৰাতপ, নক্ষত্র, গ্রহ, ক্রৌঞ্চ, হংস, সপ্তচ্ছদ, কুমুদ, কোকনদে, ও কাশ-কুসুম-পরাগে দিল্পগুল ধবলিত, যে ঋতুতে জলাশয়ের জল স্বাছ, সেই শরৎকালকে আশ্রয় করে সঙ্গীত-কার্য্যে প্রবৃত্ত হও । এই শরৎকালে –

  • স্বপক্ষ মধুরভাষী মদগৰ্ব্বে সমুদ্ধত

যাহাঁদের আরম্ভ উদ্যম —সেই ধাৰ্ত্তরাষ্ট্রগণ পূরি। আশা, কালবেশে - ধরাপৃষ্ঠে হইল পতন ॥ - পারি।—(সভয়ে ) মহাশয়! থাক্ থাক, ও-সব কথায় কাজ cनहे । - - স্বত্র।—(অপ্রতিভ হইয়া সম্মিত ) মারিষ। শরৎ-কালের বর্ণনায় আমি ধাৰ্ত্তরাষ্ট্র অর্থাৎ হংসের কথা বলছিলেম-রাজপুত্রদের কথা নয় । - - - পারি।—কি জানি মশায়—কিন্তু আপনার এই অমঙ্গলের কথাটা পাছে সত্যি হয়, তাই মনে করে আমার বুকটা যেন কঁপিচে। স্বজধার –মরিষ! সে সব কিছু ভেবে না-কংসারি প্রকৃষ্ণ

  • ইহা দ্ব্যৰ্থাত্মক। ধীৰ্ত্তরাষ্ট্র-এক জাতীয় হংস ও ধৃতরাষ্ট্রের পুত্ৰগণ । শুপক্ষ-উৎকৃষ্ট পাখা ও সৈন্য। আশ।= দিক ও মনোরথ । মানস সরোবর হইতে ফিরিয়া মাসিয়া ধরাপৃষ্ঠে হংসদের অবতরণ এবং ধৃতরাষ্ট্রের পুত্ৰগণও প্রথমে নিজ মনোরথ সিদ্ধ কলিয়৷ শেষে রণক্ষেত্রে পতন । ।