এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রেথম অঙ্ক । যখন সন্ধির জন্ত স্বয়ং দৌত্য কার্যের ভার নিয়েছেন, তখন সব অমঙ্গল দূর হবে। বৈরানল নিৰ্ব্বাপিয়া, অরিগণে করি’ প্রশমিত পাণ্ডুপুত্ৰগণ সবে হোক মুখী মাধবসহিত। + রক্ত-প্রসাধিত-ভূমি আর যারা বিক্ষত-বিগ্ৰহ —সেই কুরু-পুত্রগণ স্বস্থ হোন ভৃত্যগণ-সহ ॥ (নেপথ্যে-তিরস্কার-সহকারে) আরে! : জুরাত্মা বৃথা-অমঙ্গল পাঠক নটাধম! লাক্ষা-গৃহ জালাইয়া, বিয-অন্ন খাওয়াইয়া কেশবস্ত্রে ধরি টানি’ সভা মাঝে দ্রৌপদী বধুকে, —জীবিত থাকিতে আমি— ধনে প্রাণে করি’ হানি ধৃতরাষ্ট্র-পুত্রগণ পারিবে কি থাকিতে গো মুখে ? (উভয়ের শ্রবণ ) পারি।—মহাশয়! কেথেকে এ কথাটা আস্চে ? { ইহাতেও দ্ব্যর্থ আছে । রক্ত-প্রসাধিত ভূমি = অনুরক্তগণকে যারা ভূমি দান করেছেন ও র্যাদের রক্তে ভূমি অলঙ্কত হয়েছে। বিগ্ৰহ=দেহ ও যুদ্ধ। স্বস্থ = স্বৰ্গস্থ ও সুস্থ। - -