পাতা:বেণীসংহার নাটক.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

To o 8 বেণীসংহার নাটক । দুৰ্য্যো –তব পুত্র-ক্ষয়-কারী আমি একা বটে গো জননি । । সমতা মানুন দৈব, - নিম্পাণ্ডব করিয়া ধরণী । ( নেপথ্যে কোলাহল ) ওহে বীরগণ ! তোমরা কৌরবেশ্বরকে নিবেদন কর, এখন ঘোর সংহার-কাৰ্য আরম্ভ হয়েচে । অপ্রিয় কথা শ্রবণে বিমুখ হয়ে আর কি হবে ? এখন সময়োচিত প্রতিবিধান করাই কৰ্ত্তব্য । Q研* 3ー - ছাড়ি দিয়া অশ্ব-রশ্মি শল্য সেই কর্ণের সারথি —পার্থ-বাণাঙ্কিত-তনু— শূন্ত-রথে চলে ধীর-গতি । পরিচিত পথ ধরি? অশ্বগণ রথ লয়ে যায়, জিজ্ঞাসে কুরুর সবে “অঙ্গরাজ কোথায়—কোথায়? ? সজল-নয়নে শল্য বলে বাৰ্ত্ত—কাপাইয়া যত কুরুবীরে এইরূপে শূন্ত রথে শল্য দেখ, ঘাইতেছে ফিরিয়া শিবিরে ॥ । ভূর্য্যো –( শুনিয়া সভয়ে ) আঃ! অস্পষ্ট বজ্রপাতের মত কে নিষ্ঠুররূপে এইরূপ ঘোষণা করচে ? কে আছে ওখানে ?