পাতা:বেণীসংহার নাটক.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У X o বেণীসংহার নাটক। নয়, পার্থ প্রাণ হরি’ : করিব গো বৈর-নিৰ্য্যাতন। অভিষিক্ত করিয়াছি তাই আপনারে অবারিত নয়নের অশ্রুবারি-ধারে ॥ নেপথ্যে –(কলরবের পর ) ওগো কৌরব-সৈন্তের প্রধান বীরগণ! আমাদের দেখে ভয়ে কেন পালাচ্চ ? তোমরা বল, সুযোধন এখন কোথায় আছেন ? সকলে –(সভয়ে শ্রবণ) (ত্রস্ত-ব্যস্ত হইয়া সারথির প্রবেশ ) সারথি।—মহারাজ ! একই রথে দুটি বীর-পুরুষ আরূঢ় হয়ে— আপনি কোথায় আছেন জিজ্ঞাসা করে’ ইতস্ততঃ অন্বেষণ করে বেড়াচে । - সকলে –কোন দুজন ?—কে কে ? সারথি –সেই কর্ণারি অর্জুন, আর সেই বৃক-তুল্য বৃকোদর। গান্ধা –(সভয়ে ) জাদু ! এখন কি কৰ্ত্তব্য ? দুৰ্য্যো —এই গদা তো আমার নিকটেই আছে। গান্ধা।—হায়! এইবার বুঝি এই হতভাগিনীর সর্বনাশ হল । দুৰ্য্যো —এখন শোক-বিলাপের সময় নয়। সঞ্জয় ! সঞ্জয় । রথে । তুলে পিতা ও জননীকে শিবিরে নিয়ে যাও। আমাদের শোক দূর করবার লোক এখন এখানে উপস্থিত। ধৃত –বৎস! একটু অপেক্ষা কর। কি অভিপ্রায়ে এসেচে একবার জানি । দুৰ্য্যো —তাত ! জেনে কি হবে ?--আপনি যান। ( ধৃতরাষ্ট্র ও গান্ধারী কিয়দূর গমন করিয়া অবস্থান )