পাতা:বেণীসংহার নাটক.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रुछ्रे अझ । לס\ צ সত্য, নাহি আর কেহ ক্ৰোধোদ্যত-গদা সেই ভীমের সমান ; আবার, সে দুৰ্য্যোধনও সিদ্ধ-হস্ত রণে, যথা দেব বলরাম । যে ভীম, দুর্য্যোধন-নলিনীর হস্তী —সেই মম অনুজের রণে হোক্ স্বস্তি ! আর দেখ কৃষ্ণ ও গো ! হেন লয় মনে তারি সাথে যুদ্ধ হবে—নহে অন্ত-সনে ॥ ( নেপথ্যে ) ওগো ! আমি বড়ই তৃষিত হয়েছি, তোমরা কেউ আমাকে জল ছায়া দিয়ে তৃপ্ত কর। যুধি –( শুনিয়া) ওরে ! কে আছে এখানে ? কধুকীর প্রবেশ । কঞ্চ –আজ্ঞে মহারাজ ! যুধি।—জান দিকি ব্যাপারটা কি। কধু —যে আজ্ঞে মহারাজ। ( প্রস্থান করিয়া পুনঃপ্রবেশ) মহারাজ ! একজন ক্ষুধিত অতিথি উপস্থিত। যুধি –তাকে শীঘ্র নিয়ে এসে । (মুনি-বেশ-ধারী চাৰ্ব্বাক নামক রাক্ষসের প্রবেশ ) রাক্ষ –(স্বগত) আমি সুযোধনের মিত্র, পাণ্ডবদের বঞ্চনা করবার