পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

388 বেণীসংহার নাটক । স্কন্ধ যার স্থল-কায়, আলবালে মহামূল যাহার বেষ্টিত —সেই সে মহান তরু দৈব-বশে হয়ে দগ্ধ মুস্তক্ষ অঙ্কুর তাহে হইলে উদগম —ছায়ার্থী আমরা যে গো— তাহাতেই আমাদের আশা-বৃন্ত কোন মতে করি গো বন্ধন ॥ (কফুকীকে দেখিয়া) জয়ন্ধর । আমাদের গা ছয়ে শপথ করলে, তবুও যাচ্চ না ? কঙ্কু।–(কাদিয়া ) হা মহারাজ পাণ্ডু অজাতশত্রু, ভীমাৰ্জ্জুন নকুল-সহদেব—তোমার এই পুত্রদের এ কি দারুণ পরিণাম ! হা দেবি কুস্তি! ভোজরাজ-ভবন-পতাকা । তব ভ্রাতুপুত্র কৃষ্ণ,—র্তারি জ্যেষ্ঠ, অর্জুনের শু্যালক—আচার্য্য বলরাম মত্ত বা উন্মত্ত হয়ে, কুরু-পদ্ম-বন-দন্তী ভীমের গো নাশিল পরাণ । সেই সঙ্গে একেবারে দগ্ধ হল তব সেই তনয়-কানন - —যাহারা করিত সবে ধরণীরে সুশীতল ছায়া বিতরণ ॥ - - (কঁদিতে কঁাদিতে প্রস্থান ) যুধি।--জয়ন্ধর ! জয়ন্ধর । কধুকীর প্রবেশ । কঞ্চ –আজ্ঞে মহারাজ ! - যুধি –আর একটা কথা বলি শোনে। যদি সৌভাগ্যক্রমে