বিষয়বস্তুতে চলুন

পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अझ । $86 তোমাদের কখন আবার জয় হয়, তাহলে আমার নাম করে’ অৰ্জুনকে বলবে – - হলধর হেতু বটে আমার মেহের সে অনুজ-নিধনে । , তবু সেই কৃষ্ণাঙ্গুজ স্বাভাবিক সখা তব জানিও গো মনে । তাই বলি, শোনো ভাই, না করিও তার পরে রাগ ; যাও বনে, নিরদয় ক্ষাত্ৰ-ধৰ্ম্ম করি’ পরিত্যাগ ॥ কধু —যে আজ্ঞে মহারাজ । ( প্রস্থান ) যুধি –(অগ্নি প্রজ্জ্বলিত দেখিয়া সহৰ্ষে ) ঐ দেখ, শিখারূপ হস্ত উত্তোলন করে অগ্নিদেব আমার মত দুঃখী জনকে আহবান করচেন-এইবার তবে ভগবান হুতাশনকে ইন্ধন-স্বরূপ আপনাকে অৰ্পণ করি । ীে –ক্ষান্ত হও মহারাজ, তোমার স্তায় আমারো সমান অঙ্কত্রিম প্রণয়, আমিই আগে যাব। যুধি –এসো, এক সঙ্গেই এই সৌভাগ্য ভোগ করা যাক। দাসী।—হা ভগবান লোকপালগণ! এই চন্দ্রবংশীয় রাজর্ষিকে রক্ষা কর, রক্ষা কর । যিনি রাজস্বয় যজ্ঞে ও খাওব-বনে অগ্নিদেবের তৃপ্তিসাধন করেচেন, যিনি অর্জুনের জ্যেষ্ঠ ভ্রাতা, ইনি সেই স্বগৃহীত-নাম মহারাজ যুধিষ্ঠির। আর ইনি পাঞ্চাল রাজকুল-দেবতা,• যজ্ঞবেদি-সম্ভবা দেবী যাজ্ঞসেনী। এরা দুজনেই, নির্দয় কালাগ্নি-মধ্যে আমাদের ইন্ধন-রূপে