পাতা:বেণীসংহার নাটক.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अक्ष । (U ভাবে আলিঙ্গন করচেন কেন ? দাদা ! ক্ষান্ত হোন, ক্ষান্ত হোন । কধু —( দেখিয়া সহর্ষে ) কি ?–কুমার ভীমসেন ?—মহারাজ ! কি সৌভাগ্য ! কুমার ভীমসেনই বটে। পরিধান-বস্ত্র দুৰ্য্যো ধনের রক্তে রক্তময়, তাই চিনতে পারা যাচ্ছিল না—এখন আর কোন সন্দেহ নাই। দাসী –( দ্রৌপদীকে আলিঙ্গন করিয়া) প্রতিজ্ঞা পূর্ণ করে চুল বেঁধে দেবার জন্য কুমার ভীমসেন তোমায় খুজচেন। দ্রে –ও লো! আমাকে অলীক কথা বলে, কেন আশ্বাস দিচ্চিস বল দিকি ? যুধি --জয়ন্ধর । সত্যই কি ভীম ?—ন আমার শত্রু সেই হত ভাগ সুযোধন ? ভীম –মহারাজ অজাতশত্রু ! এখন আর সেই দুরাত্মা সুযোধন কোথায় ?—সেই পাণ্ডুকুল-অপমানকারী হরাত্মার শরীর আমি :– ভূমিতে করেছি ক্ষিপ্ত, লিপ্ত এবে ভীম-গাত্র দেখ এই রক্তের চন্দনে । সসাগরা ধরা-সহ রাজলক্ষ্মী প্রতিষ্ঠিত তোমাতেই নৃপতি এক্ষণে । রণ-দাবানলে দগ্ধ সমস্ত কৌরৰ-কুল —ভূত্য মিত্র বীর নাছি লেশ । যে নাম করিলে এবে? —ধাৰ্ত্তরাষ্ট্র-মাঝে,-সেই নাম মাত্র অাছে অবশেষ ॥ ミ●