বিষয়বস্তুতে চলুন

পাতা:বেণীসংহার নাটক.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 বেণীসংহার নাটক । দেবতারা সৰ্ব্বপ্রকারে যেন আমাদের মঙ্গল করেন—যাই, এখন মহারাজের কাছে গিয়ে দেবী ভানুমতীর সংবাদটা দিই গে। ( প্রস্থান ) ইতি বিষ্কম্ভক । দৃষ্ঠ—উদ্যানস্থ মন্দির। সখী ও দাসীর সহিত ভানুমতী আসনস্থ। । সখী।–সখি ভানুমতি ! অভিমানী মহারাজা দুৰ্য্যোধনের তুমি মহিষী হয়ে, শুধু একটা স্বপ্ন দেখেই শোকে এত অধীর হয়ে পড়েচ? দাসী।—ঠাকুরাণি । উনি ঠিকই বলচেন—স্বপ্নে কি না প্রলাপ দেখা যায় ? ভাস্থ –সে কথা সত্যি। কিন্তু এ স্বপ্নটা আমার বড় অশুভ বলে মনে হচে । সখী ।—প্রিয়সখি! তা যদি হয়, স্বপ্নটা কি, আমাদের বল ; আমরা তা হলে প্রতিষ্ঠিত দেবতাদের স্তবস্তুতি সংকীৰ্ত্তনাদির দ্বারা অশুভ শান্তি করি । - - দাসী।–উনি তো বেশ কথা বলেচেন। শোনা যায়, দেবতাদের স্তবস্তুতি করলে নাকি, অশুভ স্বপ্নও শুভ হয়ে দাড়ায়। ভানু।—ত যদি হয়, তবে বলি, মন দিয়ে শোনো। সখী।—বল, আমি মন দিয়ে শুনচি প্রিয়সখি । ভানু –ওলো ! ভয়ে আঁমি সব ভুলে গেছি—একটু রোস, মনে করে বলুচি। (চিন্তা )