পাতা:বেণীসংহার নাটক.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

く切" বেণীসংহার নাটক । আর, সুবদনী ও তরলিকা ওঁর সেবা করচে। মহারাজ চলুন, এখন তবে নিকটে যাওয়া যাকৃ। রাজা –( দেখিয়া ) দেখ বিনয়ন্ধর । তুমি এখন গিয়ে যুদ্ধ-রথ । সজ্জিত কর গে, আমিও দেবীর সহিত সাক্ষাৎ করে’ এখনি আসূচি। কধু —যে আজ্ঞা মহারাজ –( প্রস্থান ) সর্থী –প্রিয় সখি! তোমার কি এখন মনে পড়েচে ? ভানু।–সখি! ই মনে পড়েচে । আমি যেন এই প্রমোদ-বনে বসে আছি, আর আমার সম্মুখে অতি সুন্দর একটি নকুল এসে এক-শত সৰ্প বধ করলে । উভয়ে –(স্বগত) কি অশুভ কথা ! কি অশুভ কথা ! (প্রকাশুে) তার পর ? তার পর ? - ভানু।—শোকে আমার হৃদয় এমনি অভিভূত, আরার দেখ আমি ভুলে গেলেম । রাজা –( দেখিয়া ) ওহে ! দেবী ভানুমতী, সুবদনী ও তরলিকার সঙ্গে কি পরামর্শ করচেন। আচ্ছ, এই লতাজালের আড়াল থেকে শোনা যাক, ওঁদের মধ্যে কি গোপনীয় কথা হচ্চে। ( তথা অবস্থান ) - সুখী –সখি ! দুঃখ কোরে না—এখন তার পর কি, বল। । - রাজা –কি না জানি এর দুঃখের কারণ। অথবা, আমি যে ওঁকে কিছু না বলে গৃহ হতে বেরিয়ে এসেছি, তাতেই হয় তো ওঁর রাগ হয়েছে! ওগো ভাঙ্গুলতি! দুৰ্য্যোধন এমন কিছুই করে নি যাতে তার উপর তোমার রাগ হতে পারে।