বিষয়বস্তুতে চলুন

পাতা:বেণীসংহার নাটক.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । \כס ( ভয়ে শশব্যস্ত হইয়া তাড়াতাড়ি কঞ্চকীর প্রবেশ ) কঞ্চকী —মহারাজ, ভেঙে ফেল্লে-ভেঙে ফেলে। সকলে —(উৎসুক হইয়া দর্শন ) রাজা –কে ? কধু –ভীম— রাজা –কার ? কঞ্চ –আপনার । রাজা –আঃ ! কি প্রলীপ ৰকৃচ ? ভানু –এ কি অমঙ্গলের কথা তুমি বলচ ? রাজা –ধিক প্রলাপি । বৃদ্ধtধম ; আজ তোমার সহসা এ কি রোগ হল ? কধু —মহারাজ ! এ কোন রোগ নয়। আমি সত্য কথাই বলচি । ভাঙিয়া ফেলিল, ভীম বায়ু, তব রথের কেতন —কিঙ্কিণী-ক্রনদন-রবে হইল গো ভূতলে পতন ॥ রাজা –প্রবল বায়ুর বেগে রথের ধ্বজা ভগ্ন হয়ে ভূতলে পতিত হয়েচে—এই তো ? তৰে, তুমি “ভেঙে গেছে” “ভেঙে গেছে” বলে চীৎকার করে কেন ওরূপ প্রলাপ বলছিলে ? কধু —মহারাজ ! সে কিছু নয়। এই দুর্নিমিত্তের শান্থির জন্ত