পাতা:বেণীসংহার নাটক.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 o বেণীসংহার মাটক । আপনাকে জানানো উচিত মনে করে', প্রভূভক্তির আধিক্য বশতই ঐরূপ বলেছিলেম। ভানু। — নাথ ! শান্ত-চিত্ত ব্রাহ্মণের দ্বারা বেদ-পাঠ ও হোম করিয়ে এই অমঙ্গলের শাস্তি করা হোকৃ। রাজা –( অবজ্ঞার সহিত ) আচ্ছা যাও, পুরোহিত সুমিত্রকে গিয়ে বল । কধু —যে আজ্ঞা মহারাজ ! (প্রস্থান ) উদ্বিগ্ন হইয়া প্ৰতীহারীর প্রবেশ । প্রতী।—(নিকটে আসিয়া ) মহারাজের জয় ! সিন্ধুরাজের মাত! ও দুঃশলা দেউড়িতে দাড়িয়ে আছেন । রাজা –(স্বগত) কি ?—জয়দ্রথের মাতা, আর দুঃশলা ? অভিমন্য-বধে ক্রুদ্ধ হয়ে পাণ্ডুপুত্রেরা তবে মামাদের কারওন। কারও নিশ্চয়ই কোন অনিষ্ট করে থাকবে । ( প্রকাস্তে ) যাও শীঘ্র তাদের নিয়ে এসে । প্রতী।—যে আজ্ঞ। মহারাজ । ( প্রস্থান ) ভয়াকুল হইয়া জয়দ্রথের মাতা ও দুঃশলার প্রবেশ । উভয়ে —(অশ্রনয়নে দুৰ্য্যোধনের পদতলে পতন ) মাতা –কুরুনাথ ! রক্ষা কর, রক্ষা কর । দুঃশলা -( রোদন ) রাজা –(ব্যস্ত সমস্ত হইয়াউঠাইয়া ; মা ! শান্ত হও শান্ত হও । হয়েচে কি ? রণক্ষেত্রে অপ্রতিরথ জয়দ্রথের কুশল তো ?