পাতা:বেণীসংহার নাটক.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । לט কৃপ –বৎস! ভরদ্বাজেরই তুল্য যে বাহুবলশালী, দিব্য অস্ত্রাদির প্রয়োগে যে সুপণ্ডিত, তার অসাধ্য কি আছে ? অশ্ব —ভোভো ! পাণ্ডব-মৎস্য সোমক-মগধ-প্রদেশস্থ ক্ষত্রাধম সকল !—তোরা শোন :– পিতৃমুণ্ড ছিন্ন হ’লে প্রজ্জ্বলন্ত অগ্নি সম তীক্ষুধার ভাস্বর কুঠারে যা করে ভার্গব পূৰ্ব্বে, তাহ কি তোদের কভু পশে নাই শ্রবণ-কুহরে ? ক্রোধান্ধ এ অশ্বথামা রণে করি আরি-রক্তপাত পিতৃ-তরপণ-ব্ৰত আজি সে সাধিবে অচিরাৎ ॥ সারথি! তুমি যাও, সমস্ত সাংগ্রামিক উপকরণ ও অস্ত্র-শস্ত্রে সুসজ্জিত করে এখনি আমার রথ নিয়ে এসো। সারথি।—যে আজ্ঞে কুমার ! ( প্রস্থান ) কৃপ।—বৎস! এই দারুণ অপমানের প্রতিকার করা অবশ্য কৰ্ত্তব্য। আর আমাদের মধ্যে তুমি ভিন্ন এর প্রতিবিধান আর কে করতে পারে বল । অশ্ব।—তার পর, আর কি করতে হবে ? কৃপ।—তোমাকেই সেনাপতিত্বে অভিষেক করে’, সমর-ক্ষেত্রে পাঠাতে আমি ইচ্ছা করি । - অশ্ব –মাতুল! সে অতি তুচ্ছ ব্যাপার। তা ছাড়া, আমাকে তাহলে পরাধীন হয়ে থাকৃতে হবে।