পাতা:বেণীসংহার নাটক.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फुडौग्न अक्ष । ፃ » কিরীট সে অর্জুনের প্রতিজ্ঞ বিফল আজি করিব গো আমি 5 ধর অস্ত্র, কিম্বা ত্যজি’ হও মোর সন্নিধানে কৃতাঞ্জলি-পাণি ॥ ( উভয়ে খড়গ আকর্ষণ করিয়া পরস্পরকে প্রহার করিতে উদ্যত এবং কৃপ দুর্যোধনের তাহা নিবারণ) দুর্যে –আচাৰ্য্যপুত্র । শস্ত্র গ্রহণে কি ফল ? কৃপ –বৎস ! সুতপুত্র । শস্ত্র গ্রহণে কি প্রয়োজন ? অশ্ব –মাতুল ! মাতুল ! ধৃষ্টদ্যুম্ন-পক্ষপাতীর ন্যায় তুমি এই পিতৃ নিন্দুককে বধ করতে আমায় নিষেধ করচ ? কর্ণ।-রাজন্‌ ! আমাকে আপনি নিষেধ করবেন না। ধীর-সত্ত্ব বীরগণ ক্ষুদ্রদের উপেক্ষিলে অবজ্ঞার ভাবে, এইরূপ আত্মশ্লাঘা করে তারা এই গৃহে অন্ধ হয়ে রাগে । অশ্ব —রাজন্‌! ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ওকে আমার বাহুর মধ্যে এনে একেবারে পিষে ফেলি। তা ছাড়া, স্নেহেতেই হোক্ বা কাৰ্য্যামুরোধেই হোক, যদি আপনি ঐ দুরাত্মাকে আমার হস্ত হতে রক্ষা করতে ইচ্ছা করেন—তাও নিম্প্রয়োজন। কেন না :– গুণবান তুমি অতি অতি উচ্চ চন্দ্রবংশে তোমার উদ্ভব। স্থত পুত্ৰ পাপাত্মা এ, কেমনে হইবে বল প্রিয় সখা তব ?