পাতা:বেণু ও বীণা.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆக இ স্থলিত পল্লব । আহলাদে বনানী সাজে মুকুলে পল্লবে, বসন্তের সারঙ্গের রবে ! নিবিড় শীতল ছায়, রাগালের ঘুম যায়, পার্থী গায় মৃত্যু কলরবে ; গাছে গাছে কিশলয়, নূতনের গাহে জয়, মৃত্বা জরা পাশরিয়া সবে । অকস্মাৎ ক্ষুঃ করি পল্লবের হুদ,— ক্ষুঃ করি’ বসন্ত-সম্পদ,— স্তব্ধ করি কলরব,— পল্লবের জীর্ণ শব লভিলরে নিৰ্ব্বাণের পদ । কে জানিত শোভা মাঝে, ' মরণের পাংশু সাজে, একজন পার হয় মরণের নদ ? কাতার’ হ’লন ক্ষতি, গেল সে লুকায়ে, নিভৃতে বৃন্তটি শুধু উঠিল শুকায়ে । ' YoS