এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বেণু ও বীণা ৷ @=g জীর্ণ পণ । সুৰ্য্যের কিরণ করি আড়, দিব্য এক টগরের ঝাড় ; আকাশে বাড়িয়া উঠে বেলা, ছেলেরা ছাড়েন তবু খেলা, বুড়াদের ভাঙেনাক জাড় । অকস্মাৎ পড়ে গেল চোখে, টগরের পল্লবের ফাকে,— কি এক সামগ্রী মনোলোভা,— বিম্ব ফল জিনি তা’র শোভা,— রক্ত—যেন অপারার স্বর্ণ অলক্তকে ! কাছে গিয়ে, দেখিল্প যা শেষে, কৌতুকে একাই উঠি হেসে ; • সে নহে অমৃত-ফল, হায়, জীর্ণ পাতা, রৌদ্রে স্বচ্ছ প্রায়, • জীর্ণ তবু পূর্ণ যেন রসে ! >ՀԵ