বিষয়বস্তুতে চলুন

পাতা:বেণু ও বীণা.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ نريد عدت حتحتدم ي) হে অমৃতকণ্ঠ ! হে সুদূর । মূৰ্ত্তিমান স্বর ! সুধাধার ! কণ্ঠ মোর করহে মধুর, কর মোরে সঙ্গী আপনার, গান গেয়ে, উল্লাসে উড়িয়া, দিব মোরা অসীমে সীতার ! বেদনার বন্ধনের পারে, চল, পার্থী, লইয়া আমায় – কষ্ট,— যেথা, ফিরেন শকারে, সব ব্যথা সঙ্গীতে ফুরায় ; বাশার একটি রন্ধ খুলি’—সব গান শেষ হ’য়ে যায় । কর মোরে, অতনু-সুন্দর । পরিপূর্ণ সঙ্গীতের রসে ; এই মহা তমিস্ৰ-সাগর আসে যেন সঙ্গীতের বশে ; তারার জনম দিয়া গানে, দীপ্ত কর এ বিজন দেশে । অন্ধকারে, পথভ্রান্ত জন পায় যেন সঙ্গীতে আশ্বাস ;— ঘুচে যেন প্রাণের ক্ৰন্দন, ফেলিতে না হয় দীর্ঘশ্বাস,— অন্ধকারে পায় দেখিবারে—জ্যোতিৰ্ম্ময় আপন নিবাস ! S 84