বিষয়বস্তুতে চলুন

পাতা:বেণু ও বীণা.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ {< ~ඔු কত যুগ অমনি কেটেছে, হায়, সাধিতে বিরতি নাই, তবু মুখ কভু না ফিরায় ! তবু, পেতে হাত— কাটে দিন রাত, মূলে সে হাবাত হ’লে, কি হ’ত উপায় ? কত যুগ অমনি গিয়েছে চ’লে ! ধরিয়া রয়েছ, তবু, আনিতে পারনি তারে কোলে ; আর তুমি,—পাশে,-- স্কুরিত উল্লাসে,-- স্থির যে র’য়েছ আজ’—সে পাষাণী ব’লে । ©Ꮍ