পাতা:বেণু ও বীণা.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণ । @r =g ডাক টিকিট । ডাক টিকিটের রাশি—আমি ভালবাসি, যদি তা’ পুরাণ হয়—ব্যবহার করা, ছেড়া, কাটা, ছাপমারা, স্বদেশী, বিদেশী ;— তা সবে পরশি যেন হাতে পাই ধরা ! যক্তরাজ্য, চিলি, পেরু, ফিজি দ্বীপ হ’তে,— মিশর, স্তদান, চীন, পারস্ত, জাপান, তুর্কী, রুষ, ফ্রান্স, গ্রীস হ’তে কত পথে এসেছে, চড়িয়া তাঁরা কত মত যান ! কেহ আঁকিয়াছে বুকে—নব স্বৰ্য্যোদয়, শান্তি দেবী—কার’ বুকে—তুষার পর্বত, হংস, জেব্রা, বরুণ, শকুনি, সপচয়, কার’ বুকে রাজা, কার’ মানব মহত ;– যুগ্ম হস্তী, যুগ্ম সিংহ, ড্রাগন ভীষণ, দীপ্ত স্বৰ্য্য, স্বৰ্য্যমুখী, ফিনিক্স, নিশান,