পাতা:বেণু ও বীণা.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ رید = تحت ره মূল ও ফুল । ফুল—শুধু দেখাইতে চায় আপনারে রৌদ্রে জোছনায় ; সমীরে করিতে চায় খেলা, সারা বেলা রঙ্গ করে মেলা । অলি বলে দাড়া’ ওলো যুই । এই ছু ই—এই তোরে ছুই ।” ফুল বলে “তুলেছি হাওয়ায়— আয় অলি এই বারে আয় ।” পাতা পরে মাথা যায় ঠুকে, অলি সে পলায় অধোমুখে ! মূল—শুধু লুকাইতে চায় অন্ধকারে মাটির তলায় ; খেলাধূলা গিয়েছে সে ভূলে, কখন বা দেখে মাথা তুলে ? কাজ—কাজ—জানে শুধু কাজ, কাল যথা তেমনি সে আজ ।