পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । তুষারমণ্ডিত, অভ্ৰভেদী হিমগিরি হইতে ভারতমহাসাগরপ্রধেীত, সুদূরবর্তী কুমারিক অন্তরীপ পর্য্যন্ত এই সুবিশাল ও সুবিস্তৃত ভারতভূমি আজ বিধিনিবন্ধে ও দৈবাধীনে ব্রীটিশসিংহের করতলস্থ। প্রাচীন কবিগণের মনঃকল্পিত অখণ্ড সাৰ্ব্বভৌমত্ব আজ অদৃষ্টবলে ইংরাজরাজ পূর্ণাংশে ভোগ করিতেছেন। র্তাহীদের সুশাসনগুণে সমগ্র ভারত অ{জ যেমন ধনধান্তে ও মুখসমৃদ্ধিতে পরিপূর্ণ, তেমনি সৰ্ব্বত্র অদৃষ্টচর ও অশ্রুতপূৰ্ব্ব শাস্তি বিরাজিত । যে ভারতে এতকাল হিন্দু ও মুসলমানদিগের আমলে রাজন্তবর্গ পরস্পর পরম্পরের সহিত যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিল, সে ভারতে আজ র্তাহীদের দোদগুপ্রেতাপবলে মেষশাবক ও ব্যাঘ্রশাবক বন্ধভাবে একত্র বিচরণ করে । তাহাঁদের সুশাসনে দেশীয় রাজন্তবর্গ এখন তাহদেরই পদানত ও প্রসাদভিখারী, উহাদের অস্তিত্ত্ব এখন নামে পৰ্য্যবসিত। ' অনেকের বিশ্বাস, আমাদের পরম সৌভাগ্য যে এখন আমরা সুসভ্য ইংরাজ জাতির পদানত । যে জাতি এখন জ্ঞানবলে, অস্ত্রবলে ও অর্থললে ভূম গুলে অগ্রগণা, যে জাতির সত্যতাজ্যোতি দিগৃদিগন্তু বিকীর্ণ, সেই সৰ্ব্বশ্রেষ্ঠ জাতির