পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩১ ] 蘋 & জগত্তের ইতিহাস সোলনের মহৎবাক্য জলন্ত অক্ষরে ঘোষণা করতঃ সাংস: রিক ক্ষণস্থায়ী ঐশ্বৰ্য্যের অসারত্ব সকলের নিকট চিরদিন প্রচার করে"। সংসারের যাবতীয় সুখদুঃখ মায়াজন্ত ও দ্বন্দ্বজ ; উহারা অনিত্য ও ক্ষণস্থায়ী। হিন্দুশাস্ত্রের আদেশ, সুখে উৎফুল্ল হইও না এবং দুঃখেও কাতর হইও না ; সকল অবস্থায় ধৈর্য্যাবলম্বন করিয়া রহ। যাহারা সুখদুঃখে যথার্থ। নিৰ্ব্বিকার, তাহারাই এ সংসারে প্রকৃত পরমহংস, তাহারাই এ সংসারে প্রকৃত দেবতা। সংসারের যাবতীয় দুঃখরাশি ও বিপদরাশি আত্মায় পরীক্ষার ,জন্ত, উহার অনন্ত উন্নতির জন্ত বিহিত হইয়াছে। সকল অবস্থায় উহার উন্নতির জন্ত সচেষ্ট হও । যখন করুণাময় পরমেশ্বর তোমায়' ক্রদনের প্রাল। দেন, তখন তুমি তাহার নাম লইয়া প্রাণভরে ক্ৰন্দন কর । .এই ক্রদনেই তোমায় জীবাত্মার উন্নতি ও তোমায় মনের উন্নতি হইবে। যখন এসংসারে হাসিবার পালা আইসে, তখন সকলে প্রাণভরে হান্ত করে বটে, কিন্তু তাঁহাতে তাহারা লঘুচেতা হইয়া যায়। অতুএব সে অবস্থায় তুমি নিৰ্ব্বিকার থাকিতে । চেষ্টা কর। মুখের্ক্সরস্থায় oহও বা দুঃখের অবস্থায় পতিত হও, চির- - দিন লাঞ্জি', '{{મા দিল্পনাছি রঙ্গে গ৷ ” AW w 禪亨 H-్కడి- N3سان لإجهاض Soo-o- ఉష్త "عسككم R--- o * o