পাতা:বৈরাগ্য শতক.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ বৈরাগ্য শতক । ব্ৰহ্মজ্ঞানবিবেকনিৰ্ম্মলধিয়ঃ পরমেশ্বর জ্ঞান জনিত বিবেক দ্বারা বিশুদ্ধচিত্ত ব্যক্তি সকল কুৰ্ব্বস্তি’ করিতেছেন অহো আশ্চর্য্য দুষ্করং কঠিন কৰ্ম্ম যং যেহেতু মুঞ্চন্তি ত্যাগ করিতেছেন "উপভোগাভাঞ্জি’ উপভোগ যোগ্য ‘ অপি’ ও ‘ ধননি ধনসকল একন্ততঃ নিতান্তই "নিস্পৃহাঃ আকাঙ্ক্ষা রহিত ন ন প্রাপ্তানি পাইয়াছি পুবা পূর্মে ন ন সম্প্রতি এক্ষণে ন ন চ এবং ‘প্রাপ্তেী প্রাপ্তি বিষয়ে দৃঢ়প্রত্যয়ঃ দৃঢ় বিশ্বাস ' বাঞ্ছামাত্রপরিগ্রহাণ ইচ্ছনাত্রে গৃহীত অপি ও পরিত্যঙ্গুং পরিত্যাগ করিতে 'ন' না : শক্ত,ঃ' সমর্থ ‘ বঃমৃ আমরা। ১৩ ॥ আত্মতত্ত্ব জ্ঞান জনিত বিবেক দ্বারা বিশুদ্ধচিত্ত ব্যক্তির কি দুষ্কর কৰ্ম্মই করিয়া থাকেন, যেহেতু তাহারা উপভোগ যোগ্য লব্ধ ধন সকল ও নিতান্ত নিম্পূহ হইয়া পরিত্যাগ করেন । কিন্তু আমরা কথন ধন প্রাপ্তও হই নাই, এক্ষণে ও প্রাপ্ত হইতেছি না, পরে পাইব বলিয়া দৃঢ় বিশ্বাসও নাই, অথচ কেবল ধনের অভিলাষমাত্র করিয়া তাহা পরিত্যাগ করিতে পারিতেছি না । ১৩ ॥ ধন্যানাং গিরিকন্দরেষু বসতাং জ্যোতিঃ পরং ধ্যায়তাম্ আনন্দাশ্রীকণা পিবন্তি শকুন নিঃশঙ্কমঙ্কেশয়ঃ। অস্মাকন্তু মনোরথোপরচিত-প্রাসাদবাপীতটক্রীড়াকাননকেলিকৌতুকদু্যামায়ুঃপরং ক্ষীয়তে ১৪। ধন্যানাং পুণ্যবান ব্যক্তির ‘গিরিকন্দরেযু গিরিগুহায় বসতাং বাস করিতেছেন জ্যোতিঃ তেজঃস্বরূপ পরং পরমেশ্বর ধ্যায়তাম্ ধ্যান বিশিষ্ট আনন্দাপ্রকণামৃ আনন্দাশ্র বিন্দু সকল পিবন্তি পান করিতেছে 'শকুনাঃ পক্ষিসকল নিঃশঙ্কমং বীতশঙ্ক হইয়া অঙ্কেশয়াঃ ক্রোড়স্থিত অম্মকং আমাদিগের ‘তু কিন্তু মনোরথোপরচিতপ্রাসাদবাপৗতটক্রীড়াকানন-কেন্সিকৌতুকজষাং