পাতা:বৈরাগ্য শতক.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ゲ বৈরাগ্য শতক। রমণীয়; কিন্তু এ সমস্ত রমণীয় বস্তুই আচিরস্থায়ী হওয়াতে মনে কিছুই রমণীয় বোধ হয় না ॥৮৮ ভিক্ষাশী জনমধ্যসঙ্গরহিতঃ স্বায়ত্তচেষ্টঃ সদা হানাদানবিভিন্নবর্ণরহিতঃ কশ্চিৎতপস্বী স্থিতঃ । রথ্যাকীর্ণবিশীর্ণজীর্ণবসনৈরাযুতিকন্তু ধরে নিৰ্ম্মানে নিরহস্কৃতিঃ শমমুধাভোগৈকবদ্ধস্পৃহঃ ৮৯৷৷ ভিক্ষাশী ভিক্ষামভোজী জনমধ্যসঙ্গরহিতঃ' লোকমধ্যে সঙ্গশূন্য' স্বায়ত্ত্বচেষ্টঃ স্বাধীন কৰ্ম্ম সদা সৰ্ব্বদা হানাদানবিভিন্নবর্ণরহিতঃ’ ত্যাগ ও গ্রহণ বিষয়ে পৃথক বর্ণ বিহীন । কশ্চিৎ কোন তপস্বী যোগী স্থিতঃ আছেন । রথ্যাকীর্ণবিশার্ণজীর্ণবমনেঃ পথে নিক্ষিপ্ত ছিন্ন পুরাতন বস্ত্রদ্বারা আস্থাতকস্থাধরঃ প্রস্তুতকন্তু ধারী নিৰ্ম্মানঃ মানহীন ‘নিরহস্কৃতিঃ অহঙ্কারইন " শসসুধাভোগৈকবদ্ধস্পৃহঃ শান্তিরূপ অমৃত ভোগেই স্পৃহা যুক্ত। ৮৯। ভিক্ষান্নভোজী, সৰ্ব্ব-জন-সমাজের সঙ্গ শূন্য, সদা স্বাধীন, দান আদান বিষয়ে বর্ণভেদ জ্ঞান হীন, পথপ্রান্ত-পতিত ছিন্ন জীর্ণ বসন দ্বারা প্রস্তুত কন্থা ধারী, মান ও অহঙ্কার হীন, কেবল শান্তি ৰূপ অমৃত ভোগেই স্পৃহাবান কোন পুরুষ তপস্যায় রত আছেন । ৮৯ ৷ মাত মেঁদিনি তাত মারুত সখে জ্যোতিঃ স্ববন্ধে। জল ভ্ৰাত ব্যোম নিবদ্ধ এষ তবতামন্ত্যঃ প্রণামাঞ্জলিঃ। যুযুৎসঙ্গবশোপজাতমুক্কতোড্রেকক্ষুন্নিৰ্ম্মলজ্বালাপাস্তসমস্তমোহমহিমা লীয়ে পরে ব্রহ্মণি ॥৯০ মাতঃ হে জননি মেদিনি পৃথিবি তাত হে পিতঃ - মারুত পবন । সখে’ হে বন্ধে৷ ‘ জ্যোতিঃ তেজঃ স্ববন্ধো’ নিজ সখা , জল’ বারি ‘ ভ্রাতঃ হে ভাই ! ব্যোম আকাশ “ নিবদ্ধঃ’ করিলাম । এষঃ এই ' তবতাম’ তোমাদের নিকট • অন্তঃ’ শেষ ‘ প্রণামাঞ্জলিঃ'