পাতা:বৈরাগ্য শতক.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য শতক। 48 প্রণামার্থ অঞ্জলি " যুষ্মৎসঙ্গবশোপজাতসুকৃতোদ্রেকক্ষুরগ্নিৰ্ম্মল জ্বালাপাস্তসমস্তমোহমহিমা’ তোমাদের সঙ্গাধীন জনিত পুণ্য পুঞ্চ হেতুক স্মৃৰ্ত্তিমান নিৰ্ম্মল তেজঃ দ্বারা দূরীকৃত সমস্ত মোহ মহাত্ম্য লীয়ে লীন হই । পরে পরম ‘ব্রহ্মণি' বহ্মেতে। ৯৩ ৷ হে জননি বসুন্ধরে ! হে তাত মারুত ! হে সখে তেজঃ ! হে বন্ধে জল! হে ভ্রাতঃ আকাশ! কৃতাঞ্জলি হইয়া তোমাদিগকে এই চরম প্রণাম করিলাম, তোমাদিগের সংসর্গ সমুদ্ভূত পুণ্যপুঞ্জ দ্বারা আমার নিৰ্ম্মল জ্ঞান জ্যোতিঃ স্ফূৰ্ত্তি পাইয়া সমস্ত মোহান্ধকার দূরীভূত করিয়াছে, অতএব পরম ব্রহ্মে লীন হই । ৯০ ॥ স্বাদং মধুনে ঘৃতাচ্চ রসবৎ যৎ প্রস্রবত্যক্ষরং দৈবী বাগমৃতায়নো রসবত স্তেনৈব তৃপ্ত বয়ম্। কুক্ষে যাবদিমে ভবান্ত তয়ে ভিক্ষাক্ততাঃ শক্তবঃ তীবদান্তকৃতাৰ্জ্জনৈ নাহ ধনৈ রাক্তং সমীহামহে। ৯১ ৷ স্বাদি%ং সুস্বাদ মধুনঃ মধু অপেক্ষা ঘৃতাৎ ঘৃত অপেক্ষা ‘চ এবং রমবং রসযুক্ত যৎ যে প্রস্রবতি ক্ষরিত হয় ‘অক্ষরং অবিনশ্বর দৈী দেবসম্বন্ধীয বাক বাণী অমৃতাত্মনঃ অমৃতরূপ হইতে রসবতঃ' রস যুক্ত' ভেন’তদ্বারা এব’ ই তৃপ্তীঃ তৃপ্ত হই ‘বয়ম্ আমরা কুক্ষেী উদরে যাবৎ যে পর্যন্ত ইমে এই সকল । 'ভবন্তি হয় ‘ধূতযে’ পৃতিনিমিত্ত ভিকহু তাঃ ভিক্ষাদ্বারা উপর্জিত ‘শঙ্কৰঃ শ দুসকল তাবৎ মেপৰ্যন্ত ' দাস্যকৃতাৰ্চনৈঃ দাসত্বদীর উপাজিত নহি ন · ধনৈঃ ধনদ্বারা ‘ বৃত্তিং জীবিক * সমীহামহে চেন্ট করি। ৯১ রসযুক্ত অমৃতময় পরমায়া হইতে মধু ও ঘূত অপেক্ষ। মুম্বাদ ও সরস যে অবিনশ্বর দৈব বাক্য নির্গত হয় আমরা তাহাতেই পরিভৃগু রহিয়াছি ; অতএব প্রাণধারণোপযোগী এই ভিক্ষেপার্জিত শক্ত সকল যে পৰ্যন্ত উদরে থাকিয়৷