পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব তোমার পিতাকে বহির্দেশ হইতে আহারার্থ আহবান করিয়া আনি, র্তাহার ভোজনের সময় উপস্থিত হইয়াছে।” মধ্যগেহ ভট্ট বামুদেবের অক্ষু বাক্যের মধুরামৃত কর্ণাঞ্জলির দ্বারা এবং পুল্ল-রত্বের মুখ-চন্দ্রিক নয়ন-চকোরের দ্বারা পান করিতে করিতে পুত্রকে ধীরভাবে বলিলেন,—“বৎস, বাসুদেব, আমার এখনও ভোজনে যাইতে বহু বিলম্ব আছে, আমি এই বৃষ-বিক্রেত। বণিকের নিকট হইতে যে বৃষট ক্রয় করিয়াছি, উহার মূল্য এখনও দিতে পারি নাই। বণিক মূল্যের জন্য আমাকে পুনঃ পুনঃ পীড়ন করিতেছে ” পিতার এই কথা শুনিয়া বালক * মৃত্যু মুছ হাসিতে হাসিতে বৃষভ-মুগা-মুদ্রার পরিবর্তে বৃষ-বিক্রয়ী বণিককে __ نیم ۔۔۔۔ অর্থের পরিবৰ্ত্তে কতকগুলি বীজ অনিয়ন করিয়া বণিকের হস্তে বীজ প্রদান প্রদান করিল। বণিক্‌ বালকের অভূতপূৰ্ব্ব জ্যোতিঃ দর্শনে মুগ্ধ হইয়া বিন আপত্তিতে, সাদরে বালকের প্রদত্ত বীজগুলি রৌপ্যমুদ্র হইতে ও শ্রেষ্ঠজ্ঞানে গ্রহণ করিল। বালক বণিককে বিদায় দিয়া পিতাকে গৃহের অভ্যন্তরে লইয়া আসিলেন এবং ভোজন করাইলেন। কিছুদিন পরে মধ্যগেছ বণিককে ডাকাইয়। বলিলেন,—“আমার অর্থ সংগৃহীত ইয়াছে, তুমি তোমার প্রাপ্য মূল্য গ্রহণ কর।” বণিক্‌ বলিল,—“আমি আপনার পুত্রের নিকট হইতেই আমার প্রাপ্য অর্থ পাইয়াছি, আর আমি অপর অর্থ গ্রহণ করিব না।” বণিক্‌ ! তুমিই ধন্যাতিধন্ত । কারণ, তুমি জগদগুরু বাস্থদেবের নিকট হইতে বীজচ্ছলে পরমার্থ প্রাপ্ত হইয়াছ। সুতরাং অকিঞ্চিৎকর বিনাশযোগ্য ক্ষুদ্র অর্থে আর তোমার কি প্রয়োজন ? • * =éC食二