ব্যবসায়-নির্বাচন বাঙালীর ব্যবসায়-সংক্রান্ত বই লিখিলাম বলিয়া কেহ যেন মনে না করেন যে, ব্যবসায় সম্বন্ধে আমি একজন সর্বজ্ঞ । কোন ব্যবসায় করিলে किम जाड হইবে,—এ সম্বন্ধে আমাকে কেহ প্রশ্ন করিলে হয়তে তাহার জবাব দেওয়া আমার পক্ষে কঠিন। তবে কেহ যদি কোন ব্যবসায় করিবার সঙ্কল্প করিয়া ঐ সম্বন্ধে আমার পরামর্শ জিজ্ঞাসা করেন, তাহা হইলে ব্যবসার মূলস্বত্র সম্বন্ধে যতটুকু আমার অভিজ্ঞতা আছে, তাহাতে তাহার মূলধন, কৰ্ম্মক্ষমতা, ও মাসিক খরচের পরিমাণ নিৰ্দ্ধারণ করিয়া উক্ত নির্দিষ্ট ব্যবসায়-পরিচালন তাহার পক্ষে সম্ভব কিনা যুক্তি দিতে পারিব ভরসা করি। কাহার কি ব্যবসায় করিলে লাভ হইবে, এ প্রশ্নের জবাব কোন ব্যবসায়ীই দিতে পারেন না । কারণ ব্যবসায়ে লাভ-লোকসান অনেক সময় নির্ভর করে ব্যবসায়ীর বুদ্ধি ও কৰ্ম্ম-কুশতার উপর। ব্যবসায় মাত্রেই যে অল্প-বিস্তর লাভ আছে, একথা সৰ্ব্ববাদীসম্মত। কিন্তু সেই লাভে ঘরভাড়া, লোকের মাহিনা প্রভৃতি মাসিক ব্যয় সস্কুলান হইয়াও লাভ থাকিবে কিনা ইহাই চিন্তা ও হিসাবের বিষয়। অনেক অনভিজ্ঞ লোক কোন নূতন ব্যবসায় আরম্ভ করিবার সময় ব্যয়ের অঙ্ক কম ধরিয়া লাভের অঙ্কটাই বেশী করিয়া ধরেন। কাজেই ব্যবসায় আরম্ভ করিয়া তাহাদের অস্থবিধায় পড়িতে হয় ; বরং লাভের অঙ্ক কম ধরিয়া ব্যয়ের অঙ্ক ৰেষ্ট ধরাই উচিত। • সাধারণতঃ ব্যবসায় আরম্ভ করিলে প্রথম প্রথম লোকসান হইবার . সম্ভাবনা অধিক। ব্যবসায় একটু পুরাতন না হইলে খরিজার-সংখ্যা
পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১২৪
অবয়ব