বিষয়বস্তুতে চলুন

পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SV& ব্যবসায়ে বাঙালী ডিষ্ট্রীষ্ট, বোর্ডের কৰ্ত্তব্য o বাংলার ডিষ্ট্রক্ট বোডগুলি ইচ্ছা করিলে কৃষি-উন্নতির কিছু সাহায্য করিতে পারেন। কৃষক-সম্প্রদায়-প্রদত্ত সেসের দ্বারাই ডিষ্ট্রক্ট বোড" পরিচালিত হয়, স্বতরাং তাহাদের হিতার্থে উক্ত বোডের কিছু চেষ্টা না করা অনুচিত। জনসাধারণের স্বাস্থ্যরক্ষার্থে ডিষ্ট্রক্ট বোডের অধীনে যেমন স্তানিটার ইনস্পেক্টার নিযুক্ত আছেন, কৃষির উন্নতিকল্পেও তেমনি ইনস্পেক্টার থাকা উচিত। প্রত্যেক জেলায় উন্নত ধরণে চাষ-আবাদ শিক্ষা দিবার জন্য কতকগুলি কৃষিবিদ্যা-পারদর্শী ইনস্পেক্টার নিযুক্ত হইয়া যদি প্রত্যেক ইউনিয়নের চাষীদিগকে যুক্তি পরামর্শ দেন, তাহা হইলে অনেক স্বফলের আশা করা যায়। কোন জমীতে কি উপায়ে চাষ-আবাদ করিলে ভাল ফসল উৎপন্ন হয়, ইহা আমাদের চাষীরা আদৌ অবগত নহে। বৰ্দ্ধমান ও বাকুড়া জেলায় কেবলমাত্র গোবরের সার দিয়া জমীতে যে কি পরিমাণ ফসল উৎপন্ন হয়, বাংলার অন্যান্য জেলার চাষীরা তাহার সংবাদ পর্য্যস্ত রাখে না। ঐ সমস্ত কৃষি-ইনস্পেক্টারগণ যদি বাংলার প্রত্যেক ইউনিয়নে চামী-মহলের কতকগুলি জমী লইয়া চাষ-আবাদ করাইয়া সাধারণের বিশ্বাস জন্মাইতে পারেন, তবে ক্রমশঃ তত্ৰত্য সমস্ত চাষীই উক্ত প্রণালী অমুসরণ করিবে । జ్ఞాfs-9z=ఇet কোন কৃষকের কত পরিমাণ জমীতে কি প্রকার ফসল উৎপন্ন হইয়াছে, এবং পূৰ্ব্বে তাহাতে কি পরিমাণ ফসল উৎপন্ন হইত, তাহ ইনস্পেক্টারগণ স্থানীয় ভদ্রলোক ও কৃষক-সম্প্রদায়কে সাক্ষী রাখিয়া বোডের নিকট রিপোর্ট দিবেন। উক্ত ইনস্পেক্টারগণ কর্তৃক