পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী X • প্রভৃতি উচ্চ বর্ণের হিন্দুৱাই প্রথমতঃ ইংরাজি শিক্ষায় শিক্ষিত হইয়া সরকারী আফিসে চাকুরী লাভ করে। ইংরাজ রাজ্য-শাসনের ভার পাওয়ার সঙ্গে সঙ্গে ইংরাজ-বণিকগণ বাংলায় সওদাগরী আফিল স্থাপন করেন। অল্প-বিস্তর ইংরাজি শিক্ষা করিয়াই বাঙালী এই সব আফিসের কেরাণীগিরি লাভ করিতে লাগিল। চাকুরীর মোহে পড়িয়া বাঙালী ব্যবসা ও কৃষিকে নীচ কাজ বলিয়া ঘৃণা করিতে আরম্ভ করিল। অপুরদর্শী বাঙালী এই সময়ে ইংরাজ-বণিকগণের ব্যবসার সুবিধার জন্য এদেশীয় কতকগুলি এজেণ্টের দরকার হইয় পড়ে। কারণ এদেশের সর্বত্র মাল বিক্রয় করিতে হইলে এদেশীয় দালাল ভিন্ন সুবিধা হয় না। বাঙালীরা ব্যবসায়ে আগ্রহ প্রকাশ না করায়, কতকগুলি হিন্দুস্থানী ও মাড়োয়ারীকে এজেণ্ট নিযুক্ত করিয়া ইংরাজ-বণিকগণ ব্যবসায় চালাইতে আরম্ভ করে। ক্রমে ইংরাজ-বণিকদের সহিত ব্যবসা চালাইয়া হিন্দুস্থানী ও মাড়োয়ারীরা মোটা হইতে লাগিল । এদিকে বাঙালী বাবুরা বাধা মাহিনার কেরাণীগিরিতে দাসখত লিখিয়া দিয়া আপন ধ্বংসের পথ প্রশস্ত করিয়া চলিলেন । তারপর হইল রেলপথ নির্বাণ—যাহার ফলে দূর আর দুর রহিল না। সঙ্গে সঙ্গেই গুজরাট, ভাটিয়া, কচ্ছ প্রভৃতি বাংলায় আসিয়া আসন গাড়িয়া বসিয়া নানাপ্রকার ব্যবসায় আরম্ভ করিয়া দিল। সেদিনও বাঙালীর চৈতন্ত হয় নাই। তখনও অদুরদর্শী বাঙালীর চোখে ভরিষ্কতের ভীষণ চিত্রটি ধরা পড়িল না । মোহাচ্ছন্ন বাঙালী তখনও ব্যবসাকে মৰ্য্যাদার আসন, দিতে পারিল না, ব্যবসা ষে ४श$नाएकत्र काब, ७ आद्रनारे उशत्र बग्ने वक्ष्य रहेछ