পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী $8 খাইয়া ১০টা হইতে ৫টা পর্ধ্যস্ত আফিসে কলম পিষিয়াছে এবং মালাস্তে বাধা মাহিনা লইয়া সংসারযাত্রা নিৰ্ব্বাহ করিয়াছে, তাহদের পক্ষে এসব যে বিশেষ ঝঞ্জাটের কাজ মনে হইবে, তাহাতে বিন্দুমাত্ৰ সন্দেহ নাই। যাহারা পরিশ্রমকে ভয় করে না, কৰ্ম্মে যাহাদের অফুরস্ত উৎসাহ, তাহারাই তাই হাজার হাজার মাইল দূর হইতে ছটিয়া আসিয়া আজ বাংলার মুখ শাস্তি লুটিয়া লইতেছে, আর আমাদের বাঙালী বাবুরা ছুটিতেছেন জ্যোতিষীর বাড়ী। হস্তরেখা ও কোষ্ঠী বিচার করিয়া ভবিষ্যদুষ্ট জ্যোতিষী মহোদয় বলিয়া দিবেন—মুদিন আসিতে তাহাদের আর কত বাকী। স্বৰ্গ হইতে পাকা ফলটি কবে মাটিতে পড়িবে, আর তাহারা কুড়াইয়া লইবেন! এই যখন আমাদের মনোবৃত্তি, তখন অ-বাঙালী ব্যবসায়ীদের দোষ কি ! আমরা একদিন যাহা ঘূণায় ঠেলিয়া ফেলিয়াছিলাম, তাহাই গ্রহণ করিয়া, বরণ করিয়া আজ তাহারা স্বথসম্পদের অধিকারী হইয়াছে। আর আমরা যখন বরাবর ব্যবসায়ে বিমুখই ছিলাম, তখন এর, ওর ঘাড়ে দোষ চাপাইয়া আর আক্ষেপ করিয়া লাভ নাই। ইচ্ছা করিয়াই যাহা পায়ে ঠেলিয়াছি, কোন উপায়ে তাহা পুনরুদ্ধার করা যায় কিনা ইহাই হইবে আমাদের এখন একমাত্র চিন্তা, এবং এই সমস্যার সমাধান করিতে ব্যক্তিগত চেষ্টা ও অর্থে কিছুই হইবে না। আমার পরিকল্পিত পূৰ্ব্বোল্লিখিত শক্তিশালী আড়তদারীপ্রতিষ্ঠান পিছনে দাড়াইয়া যদি এই জাতিকে ব্যবসামুখী করিবার সাহায্য করে, একমাত্র তাহ হইলেই ব্যবসায়ক্ষেত্রে অদূর-ভবিষ্যতে বাঙালী জাতি তাহার ন্যায্য স্থানটি আবার অধিকার করিতে পরিবে । বাঙালী বড় ব্যক্তিগত স্বার্থাম্বেষী—নিজ নিজ বিষয় লইয়া মাথা ঘামাইতেই এক wtų Głętą sta" (Self-centred ), sťề crtas estētą প্রতিষ্ঠান গঠনে আজও সে তাহার শক্তির পরিচয় দিতে পারিল না । এমন একটা বিরাট প্রতিভাশালী জাতির পক্ষে ইহ। বড় রাজার